ফেডারেশন কাপে করোনা ইস্যুতে ছাড় নেই বাফুফের
ছবি : সংগৃহীত
মঙ্গলবার শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের মৌসুমের প্রথম টুর্নামেন্ট ওয়ালটন ফেডারেশন কাপ। উদ্বোধনী দিনে বিকেল সাড়ে পাচটায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হবে রহমতগঞ্জের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।
চলমান শীত মৌসুম এবং করোনার দ্বিতীয় ধাপের মধ্যেই শুরু হচ্ছে ফেডারেশন কাপ।বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কিছুদিন আগেও এই ইস্যুতে নমনীয় থাকলেও এবার বেশ সতর্ক অবস্থানে।
বিজ্ঞাপন
ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সোমবার ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বলেন, ‘ফেডারেশনে একজন এক্সিকিউটিভ আমরা নিযুক্ত করেছি শুধুমাত্র এই বিষয়ে। সে সকল ক্লাবের সঙ্গে যোগাযোগ করছে। প্রতি ম্যাচের অন্তত ৭২ ঘন্টা আগে নেগেটিভ রিপোর্ট ফেডারেশনে জমা দিতে হবে।’
নেগেটিভ রিপোর্ট না থাকলে কোনো ফুটবলার বা কোচ ডাগ আউটে থাকতে পারবেন না। ইতোমধ্যে ক্লাবগুলো করোনা পরীক্ষা করাচ্ছে। ঢাকা আবাহনী সোমবার করোনা পরীক্ষা করাবে। ক্লাবগুলোকে করোনা পরীক্ষায় সাহায্য করছে ফেডারেশন, ‘করোনা পরীক্ষা একটি ক্লাবের জন্য ব্যয় সাধ্যও। আমাদের সাথে অনেক ক্লাব যোগাযোগ করেছে। তাদেরকে স্বল্প খরচে করোনা পরীক্ষা করানোর ব্যবস্থা হয়েছে।’ মাসে দুই বার এই পরীক্ষা করতে হবে ক্লাবগুলোকে।
বিজ্ঞাপন
চলমান শীতে অনেক ম্যাচ রয়েছে সন্ধ্যার দিকে। সন্ধ্যায় ও শীতে করোনা ঝুকি খানিকটা বেশি। এরপরও ম্যাচগুলো সন্ধ্যায় কেন এই ব্যাপারে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদি বলেন, ‘আমাদের কিছু ম্যাচ টিভিতে সম্প্রচার হবে। এজন্য আমাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও ম্যাচগুলো সন্ধ্যায় করতে হচ্ছে।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিদিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠ ব্যবস্থাপনা সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক বলেন,‘আমরা বাংলাদেশ নেপাল আন্তর্জাতিক ম্যাচের আগে প্রতিদিন মাঠ স্যানিটাইজ করেছি। কিন্তু ঘরোয়া ফুটবলের সময় প্রতিদিন সম্ভব না। সপ্তাহে করার চেষ্টা করব অন্তত।’
সোমবার ক্লাবগুলোর প্রতিনিধি,ফেডারেশনের কর্মকর্তা ও পৃষ্ঠপোষকদের নিয়ে ট্রফি উন্মোচন হয় বাফুফে ভবনে।
এজেড/এটি/এমএইচ