ফাতেমা বিপ্লবীর মৃত্যুতে অ্যাথলেটিক্স ফেডারেশনের শোক
ক্যানসারে আক্রান্ত হয়ে সাবেক অ্যাথলেট ফাতেমা বিপ্লবী ধুকছিলেন বেশ কিছুদিন ধরেই। আজ সোমবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে শোক জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু।
দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে খুলনায় শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই সাবেক অ্যাথলেট। ভারতে গিয়ে কেমো নিয়েছিলেন একবার। তবে এরপর করোনা প্রাদুর্ভাবের কারণে আর উন্নত চিকিৎসার জন্যে দেশ ছাড়া হয়নি কৃতি এই অ্যাথলেটের।
বিজ্ঞাপন
১৯৮৫ সালে অ্যাথলেটিক্স অঙ্গনে পা রাখেন ফাতেমা। বিজেএমসির হয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। তবে ১৯৯৫ সাল থেকে আন্তঃডাকবিভাগের হয়ে খেলছিলেন ক্যারিয়ারের শেষ পর্যন্ত। ব্যক্তিগত জীবনে একজন পুত্রসন্তানের জননী ছিলেন ফাতেমা বিপ্লবী। ফাতেমার মৃত্যুতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন গভীর শোক জানিয়েছে।
এজেড/এনইউ
বিজ্ঞাপন