পেলেকে ধন্যবাদ জানালেন মেসি
ছবি: সংগৃহীত
এক ক্লাবে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এতোদিন ছিলো ব্রাজিলীয় কিংবদন্তি পেলের দখলে। সেটা ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসি। এরপর কিংবদন্তি পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন আর্জেন্টাইন তারকাকে। এবার মেসি সে শুভেচ্ছার জবাব দিলেন ফিরতি বার্তায়!
ব্যক্তিগত ফেসবুকে বার্সা অধিনায়ক লিখেন, ‘এত সুন্দর বার্তাটার জন্যে আপনাকে ধন্যবাদ পেলে। আপনি মহান এক কিংবদন্তি যিনি অসামান্য অর্জনের অধিকারী। আপনার কাছ থেকে এমন বার্তা সত্যিই বিশেষ কিছু। আপনার জন্যে অনেক ভালোবাসা রইলো!’
বিজ্ঞাপন
পেলে গত শনিবার রাতে মেসিকে লিখেছিলেন, ‘যখন তোমার হৃদয়ে ভালোবাসার বান ডাকে, তখন তোমার পথটা পরিবর্তন করা কঠিন হয়ে পড়ে। তোমার মতো আমিও জানি একই জার্সি প্রতিদিন পরতে কেমন ভালো লাগে। তোমার মতো আমিও জানি নিজের ঘরে খেলার চেয়ে ভালো অনুভূতি আর কিছুই হতে পারে না। তোমার ঐতিহাসিক কীর্তিতে তোমাকে অভিনন্দন। সব কিছুর উপরে, বার্সেলোনায় তোমার অনিন্দ্য সুন্দর ক্যারিয়ারটার জন্যে তোমাকে অভিবাদন।’
এর আগে গত শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার সমতাসূচক গোলটি করে সান্তোসের হয়ে পেলের করা ৬৪৩ গোলের কীর্তিটি ছুঁয়ে ফেলেন মেসি। জয়টা অবশ্য অধরাই রয়ে যায় বার্সার।
বিজ্ঞাপন
লিওনেল মেসি ছুটছেন পেলের আরেক রেকর্ডের পেছনেও। জাতীয় দলের জার্সিতে ৭৭ গোল নিয়ে পেলে অনেকদিন ধরেই দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হয়ে আছেন। ৭১ গোল নিয়ে পেলের ঠিক পেছনেই মেসি। রেকর্ডটা ভাঙতে মেসির প্রয়োজন আর মাত্র আট গোল।
এনইউ