ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভাল শুরু বুধবার
ছবি : সংগৃহীত
২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভাল-২০২০’। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিস দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা। সপ্তাহ ব্যাপী গেমসের ব্যাডমিন্টনও অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।
ক্যারাম, দাবা ও কলব্রীজ অনুষ্ঠিত হবে বিএসজেএ’র নিজস্ব কার্যালয়ে (বঙ্গবন্ধু স্টেডিয়ামস্থ আইভি রহমান সুইমিং পুলের বিপরীত পাশের)। সকল ডিসিপ্লিনই স্বাস্থ্য বিধি অনুসরণ করে পরিচালিত হবে। টেবিল টেনিস, ক্যারাম, দাবা, ব্যাডমিন্টন ও কলব্রীজ এই পাঁচ ডিসিপ্লিন নিয়ে হবে বিএসজেএ স্পোর্টস ফেস্টিভাল। টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ক্যারাম ডিসিপ্লিনে একক ইভেন্টের পাশাপাশি থাকছে দ্বৈত ইভেন্টও।
বিজ্ঞাপন
প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে ট্রফি ও আর্থিক পুরস্কার। সকল ইভেন্টের স্কোরের ভিত্তিতে ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২০ দ্য বেস্ট’ ট্রফি পুরস্কার দেয়া হবে।
ওয়ালটন-বিএসজেএ ইনডোর স্পোর্টস ফেস্টিভালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সোমবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ডাচ বাংলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ. এম ইকবাল বিন আনোয়ার, বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম,সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এ.কে.এম আবু সাদাত ও সদস্য সচিব আরাফাত জোবায়ের সহ সিনিয়র ক্রীড়া সাংবাদিকবৃন্দ।
এজেড/
বিজ্ঞাপন