নতুন বছরের শুরুতেই গেমস
বিশ্বকাপ ফুটবল শেষ হবে ১৮ ডিসেম্বর। এর সপ্তাহ দুই পরেই শুরু বাংলাদেশের যুব ‘অলিম্পিক’। ২২টি ডিসিপ্লিনে আগামী বছর ২-১০ জানুয়ারি উপজেলা পর্যায়ে শুরু হবে বাংলাদেশ যুব গেমস। ১৬-২২ জানুয়ারি জেলা এবং ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে গেমসের খেলা। ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে গেমসের চূড়ান্ত পর্ব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গত বছর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ গেমস। এবার বাংলাদেশ যুব গেমসের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের নামে। যুব গেমসের প্রথম আসর হয়েছিল ২০১৭ সালে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আগে শুধু বাংলাদেশ গেমসই আয়োজন করত। তৃণমূল থেকে ক্রীড়াবিদ তুলে আনার জন্য বিওএ ২০১৭ সালে যুব গেমস আয়োজন করে। সেই গেমস থেকে অনেক মেধাবী ক্রীড়াবিদ উঠে এসেছে।
বিজ্ঞাপন
শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের ডিসিপ্লিনগুলো হলো— আরচারি, ফুটবল, শুটিং, ভারোত্তোলন, অ্যাথলেটিকস, হ্যান্ডবল, সুইমিং, রেসলিং, ব্যাডমিন্টন, হকি, স্কোয়াশ, উশু, বক্সিং, জুডো, টেবিল টেনিস, সাইক্লিং, বাস্কেটবল, কাবাডি, তায়কোয়ান্দো, দাবা, কারাতে ও ভলিবল।
সোমবার (২৪ অক্টোবর) শেখ কামাল বাংলাদেশ যুব গেমস উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কমিটির নির্বাহী চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
এজেড/এসএসএইচ