প্রথম ম্যাচ হেরে স্বাগতিক অস্ট্রেলিয়া স্বাভাবিকভাবেই চাপে রয়েছে। পার্থে আজ স্বাগতিক দলকে সমর্থন জানাতে দর্শক হাজির হয়েছিল অনেক। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক এ্যারন ফিঞ্চ। হ্যাজেলউড কামিন্স, স্টার্কদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানরা বেশ চাপে ছিল।

আগের ম্যাচে আয়ারল্যান্ডকে হারানো শ্রীলঙ্কা এই ম্যাচে বেশ কঠিন অবস্থায় ছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারায়। উইকেট হারানোয় রানের গতিও ছিল খুবই মন্থর। ওপেনার পাথুম নিশাঙ্কা ৪৫ বলে মোকাবিলা করে ৪০ রান করেন। লঙ্কানদের দ্বিতীয় সর্বোচ্চ রান চারিথ আসালাঙ্কার। ২৫ বলে ৩৮ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।

লঙ্কানদের ইনিংসে মাত্র দুটি ছক্কা। দুটিই হাঁকিয়েছেন চারিথ আসালাঙ্কা। ২ উইকেটে অজি পেস বোলিংয়ের বিপক্ষে রান করা খুব কঠিন সেটা ভালোই টের পেয়েছেন লঙ্কান ব্যাটাররা। অভিজ্ঞ ব্যাটসম্যান শানাকা, কুশল মেন্ডিস, রাজাপাকসেরা আজ দুই অঙ্কের সংখ্যাই স্পর্শ করতে পারেননি।

১৯ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ছিল মাত্র ১৩৭। শেষ ওভার করতে আসেন পেসার প্যাট কামিন্স। যিনি আগের তিন ওভারে এক উইকেট নিয়ে দিয়েছেন মাত্র ১৬ রান। সেই কামিন্স শেষ ওভারে দিয়েছেন ২০ রান। এর মধ্যে দুটি ওয়াইড। শেষ ওভারে ২০ রান নিয়ে লঙ্কানরা ১৫৭ রানের চ্যালেঞ্জিং স্কোর পায়।

এজেড/এসএইচ