টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা থান্ডার্সের শুভাগত হোম

ময়মনসিংহে ১০০ বলের টুর্নামেন্ট ময়মনসিংহ প্রিমিয়ার লিগের (এমপিএল) দুটি সেমিফাইনাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে । প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ময়মনসিংহ থান্ডার্স ও ময়মনসিংহ ঈগলস। আর দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ময়মনসিংহ রাইডার্স ও ময়মনসিংহ সিক্সার্স।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় প্রথম ও দুপুর ১টা ২৫ মিনিটে হবে দ্বিতীয় সেমিফাইনাল। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

এদিকে বুধবার (২৩ ডিসেম্বর) টুর্নামেন্টের তৃতীয় দিন প্রথম ম্যাচে ময়মনসিংহ থান্ডার্স ৭ উইকেটে সিক্সার্সকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে জায়গা করে নিয়েছে সিক্সার্সও।

টস হেরে ব্যাট করতে নেমে সিক্সার্স ৯৫ রানে অলআউট হয়। ঘূর্ণিজাদুতে ৫ উইকেট নিয়েছেন থান্ডার্স অলরাউন্ডার শুভাগত হোম। জবাবে ৩ উইকেট হারিয়েই সহজ জয় পায় থান্ডার্স। জিমির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৬ রান। আর টানা দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শুভাগত হোম।

দ্বিতীয় ম্যাচে রাইডার্স ৭ উইকেটে হারিয়েছে ওয়ারিয়র্সকে। টস জিতে ব্যাট করতে নেমে ওয়ারিয়র্স ৬৪ রানে অলআউট হয়। চার উইকেট পান রনি। জবাবে রাইডার্স মাত্র ৩ উইকেট হারিয়েই পৌঁছে যায় জয়ের বন্দরে। জাতীয় তারকা সাব্বির রহমান ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন রনি। গ্রুপ সেরা হয়েছে রাইডার্স। রানার্সআপ ঈগলস।

এমএসআর