শীতার্তদের পাশে রুবেল হোসেন
ছবি : সংগৃহীত
বাইশ গজের লড়াইয়ের পাশাপাশি আর্ত মানবতার সেবায় বেশ সুনাম কুড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। করোনাকালে সম্মুখ যোদ্ধা ছিলেন তিনি। সাধ্যমতো সাহায্য করেছেন অসহায় ও ভুক্তভোগীদের। এবার শীতার্তদের সাহায্যে হাত বাড়িয়েছেন এই পেসার।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রুবেলের। এরপর জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে আছেন। একা হাতে বাংলাদেশকে অনেক ম্যাচে জয় পাইয়ে দিয়েছেন রুবেল। সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। মাঠের বাইরেও রুবেলের তুলনা নেই।
বিজ্ঞাপন
বাংলাদেশে করোনা প্রকোপ শুরু হলে সে সময় কাজ হারিয়েছিলেন অনেকেই। সাধারণ ছুটির মধ্যে বিপাকে পড়েছিলেন দিনমজুররা। তখন খেলা না থাকায় রুবেল নিজেও ঘরবন্দি ছিলেন। তবে থেমে থাকেনি তার সেবামূলক কাজ।
করোনাকালে নিজ উদ্যোগে সাধ্যমত সাহায্য-সহযোগীতা করেছেন রুবেল। এবার শিতের মৌসুম শুরু হতেই নিজ এলাকা বাগেরাহটে অসহায় শীতার্তদের মধ্যে ১২০০ কম্বল বিতরণ করেছেন এই ডানহাতি পেসার। বিষয়টি নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন রুবেল।
বিজ্ঞাপন
রুবেল লিখেছেন, 'করোনাকালীন শুরু থেকে আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর। আপনারা জানেন আমাদের দেশে প্রচন্ড শীত পড়েছে। এমন অবস্থায় আমার নিজ এলাকা বাগেরহাটে ১২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছি।'
স্ট্যাটাসে রুবেল আরও লিখলেন, 'শুধু তাই না। আরো নির্দিষ্ট কিছু পরিবার চিহ্নিত করে আমি নিজে থেকে রাতের বেলায় ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দেবো। চলতি শিতে আমার এই প্রচেষ্টা অব্যহত থাকবে ইনশাল্লাহ। আমার এই চেষ্টায় সার্বিক সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাগেরহাট সদর থানার ওসি কে এম আজিজুল ইসলাম ভাইসহ তার সাথে সকল পুলিশ কর্মকর্তাদের।'