বড়দিনের ঠিক আগে কোচ টমাস টুখেলকে বরখাস্ত করেছে প্যারিস সেইন্ট জার্মেই। গত মৌসুমে তার অধীনেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল পিএসজি। যদিও ফাইনালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় তারা।  

টুখেলের জায়গায় নেইমার জুনিয়রদের নতুন কোচ হচ্ছেন টটেনহ্যামের সাবেক আর্জেন্টাইন কোচ মাওরোসিও পচেত্তিনো। ফরাসি লিগে বর্তমানে লিওনের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে টেবিলের তিন নম্বরে আছে পিএসজি। চলতি মৌসুমে লিগ ওয়ানে ১৭ ম্যাচে হেরেছে মাত্র চারটিতে। 

স্টুটবার্গের বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর টুখেলের বক্তব্যই মূলত তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কানাল প্লাসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন পিএসজি কোচের চাকুরি করাটা অনেকটা ক্রীড়া মন্ত্রী বা ক্রীড়া বিষয়ক রাজনীতিবিদের কাজের মতোই।

পরে যদিও নিজের বক্তব্য ঠিকভাবে প্রচার করা হয়নি বলে দাবি করেছিলেন টুখেল। তবে তাতে শেষ রক্ষা হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষেলোয় পিএসজিকে খেলতে হবে কঠিন প্রতিপক্ষ বার্সেলোনার বিপক্ষে। এমন পরিস্থিতিতেই ক্লাবটির নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন পচেত্তিনো।

এমএইচ