অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে যেন দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৩৬ রানে অলআউট হয় তারা। প্রথম ইনিংসে অধিনায়ক বিরাট কোহলি আউট হন দুর্ভাগ্যজনকভাবে। 

আজিঙ্কা রাহানের সঙ্গে ভুল বুঝাবুঝিতে ৭৪ রানে আউট হন দারুণ খেলতে থাকা কোহলি। তার বিদায়ের পর ৪২ রান করে সাজঘরে ফেরেন রাহানে। তিন উইকেটে ১৮৮ রান করা ভারত অলআউট হয় ২৪৪ রানে। এই ঘটনার জন্য পরে অবশ্য কোহলির কাছে ক্ষমাও চেয়েছেন রাহানে। 

বক্সিং ডে টেস্টের আগে তিনি বলেন, ‘ওটা কঠিন মুহূর্ত ছিল। সেই সময় আমরা ভালো এগিয়ে যাচ্ছিলাম। সেদিনের খেলা শেষে আমি ওর (বিরাট) কাছে যাই এবং ক্ষমা চাই। ও একেবারে ঠিক ছিল। ক্রিকেটে এরকম ঘটনা ঘটতে পারে। আমাদের এগিয়ে যেতে হবে।’

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলবেন না কোহলি। তবে অ্যাডিলেড টেস্টে বিপর্যয়ের পর ঠিকই সতীর্থদের উৎসাহ জুগিয়ে এসেছেন তিনি। তাদের দিয়েছেন ইতিবাচক থাকার পরামর্শ।

এই ব্যাপারে কোহলির অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া রায়না বলেন, ‘টিম ডিনারে প্রত্যেকের সঙ্গে ও কথা বলেছিল। দল হিসেবে নিজেদের মেলে ধরতে বলেছে। সবাইকে ইতিবাচক থাকতেও বলেছিল। আর আমরা সারা বছর ধরে এটাই করে এসেছি। একে অন্যের জন্য খেলা, একে অন্যর সাফল্য উপভোগ করা, এগুলোই শক্তি।’

দ্বিতীয় টেস্টে প্রথম টেস্টের পরিকল্পনার পুরো বাস্তবায়ন দেখতে চান রাহানে, ‘শেষ টেস্টে একটা ঘণ্টা বাজে খেলায় ম্যাচ হেরে গিয়েছিলাম। কিন্তু তারপর আমরা দল ও ব্যক্তি হিসেবে নিজেদের শক্তি মেলে ধরায় জোর দিয়েছি। প্রথম টেস্টে আমাদের যা পরিকল্পনা ছিল, সেটাই প্রয়োগ করতে হবে।’

এমএইচ/এটি