ধারবাহিকভাবে পারফরম্যান্স করেছেন। রানের ক্ষুধা, ক্ষিপ্রতা আর আক্রমণাত্মক মনোভাবে বিরাট কোহলি ব্যাট হাতে নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। সেটার এক দারুণ স্বীকৃতি মিললো ভারতীয় অধিনায়কের। 

সোমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চলতি দশকের সেরা ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির নাম ঘোষণা করে। অন্যদিকে এই দশকের টেস্টে সেরা ক্রিকেটার হিসেবে স্টিভেন স্মিথকে বেছে নিয়েছে আইসিসি।

টি-টোয়েন্টিতে এই স্বীকৃতি পেয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনাস করে এসব পুরস্কার দেয়া হয়েছে। 

এই সময়ে তিন ফরম্যাটে ৫৬.৯৭ গড়ে সর্বোচ্চ ২০ হাজার ৩৯৬ রান এসেছে কোহলির ব্যাট থেকে। টেস্টে ৮৬ ম্যাচে ৫৩.৬২ গড়ে ২৭ সেঞ্চুরিতে তার রান ৭ হাজার ২৪০।  ২০৮ ওয়ানডেতে ১০ হাজার ৩৮৮ রান করেছেন ৬১.৮৩ গড়ে। এই ফরম্যাটে তার সেঞ্চুরি সংখ্যা ৩৯টি। আর ৮০ টি-টোয়েন্টিতে ৫০.৩২ গড়ে ২ হাজার ৭৬৮ রান করেছেন কোহলি।

এই সময়ে সবচেয়ে বেশি  ৬৬টি সেঞ্চুরি ও ৯৪টি ফিফটির মালিকও কোহলি। ২০১১ সালে বিশ্বকাপ, ২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি। তার নেতৃত্বেই ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জেতে ভারত।

দশক সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়া স্মিথ ৬৯ টেস্টে ৬৫.৭৯ গড়ে করেছেন ৭ হাজার ৪০ রান। ২৬টি সেঞ্চুরির সঙ্গে তার আছে ২৮ ফিফটি।