মেসি সিদ্ধান্ত নেবেন মৌসুম শেষে, যেতে পারেন যুক্তরাষ্ট্রে
বার্সেলোনার সঙ্গে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সম্পর্কটা একটু আলাদা। শৈশব, কৈশোর কিংবা যৌবন জীবনের বেশির ভাগ সময়ই এখানে কাটিয়েছেন তিনি। বার্সেলোনাতে বেড়ে উঠেছেন, দলকে শিরোপা জিতিয়েছেন, মাথায় তুলেছেন ব্যক্তিগত অসংখ্য রেকর্ডের মুকুট।
তবে সব কিছুরই অবসান হয়। চলতি মৌসুমের শুরুতে বার্সা ছাড়তে চেয়েছিলেন মেসি। যদিও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। এই মৌসুম শেষেই কাতালানদের সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। অনেকের ধারণা এরপরই ক্লাব ছাড়বেন বার্সা অধিনায়ক।
বিজ্ঞাপন
যদিও এখনো এই বিষয়ে জানাতে রাজি নন তিনি। মৌসুম শেষেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মেসি। আপাতত বার্সেলোনা নিয়েই ভাবতে চান দলটির অধিনায়ক।
তিনি বলেন, ‘মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত মনে হয় না, কোনো পরিষ্কার ছবি পাওয়া যাবে। আমি মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্য কিছু নিয়ে ভেবে বিক্ষিপ্ত হওয়ার চেয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দল নিয়ে ভাবা এবং শিরোপা জেতার চেষ্টা করা। আমি দলকে আমার সর্বোচ্চটাই দেব।’
বিজ্ঞাপন
ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজির মতো ক্লাবেই মেসির ভবিষ্যৎ দেখেন অনেকে। মেসি কি চান? তার কথায় ইঙ্গিত পাওয়া যায় ভবিষ্যতে তাকে দেখা যাবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে।
এনিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা নেয়ার স্বপ্ন দেখেছি। সেখানকার লিগে খেলার কথা ভেবেছি। জানি না, এটা সম্ভব হবে কি না। এটা এখনকার জন্য নয়, ভবিষ্যতের ভাবনা।’
এমএইচ