এশিয়ান আরচারিতে অংশ নেওয়া বাংলাদেশ দল -ফাইল ছবি

হঠাৎ করে আঘাত হানা ঝড়ের কবলে পড়েছে থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান আরচারির রিকার্ভ মহিলা ইভেন্ট। ঝড় আঘাত হানায় আয়োজকরা নারীদের এই ইভেন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) ব্যাংককে রিকার্ভ পুরুষ ইভেন্টের পর ছিল নারী ইভেন্ট। সেই ইভেন্টের সময় ভারী বৃষ্টি আর ঝড়ো হাওয়া বয়ে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আয়োজকরা খেলা স্থগিত করতে বাধ্য হন। এশিয়ান চ্যাম্পিয়নশীপের পরপরই অলিম্পিক বাঁছাইও অনুষ্ঠিত হবে এই ব্যাংককেই।

এর আগে রিকার্ভ পুরুষ একক ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে ৭৮জন আরচারের মধ্যে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৬৮ স্কোর গড়ে ১১তম, সাগর ইসলাম ৬৫৭ স্কোর গড়ে ৩৩তম এবং রোমান সানা ৬৪০ স্কোর করে ৪৪তম হন। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ১৯ দলের মধ্যে বাংলাদেশ (হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম ও রোমান সানা) মোট ২১৬০ স্কোরের মধ্যে ১৯৬৫ স্কোর করে ৮ম হয়।

এজেড/এমটিআই