ছবি: সংগৃহীত

লিভারপুলের কোচ হয়ে অনেক অসাধ্যই সাধন করেছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। তারপরও মঙ্গলবার রাতে আয়াক্স আমস্টারডামের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচকে তার অধীনে লিভারপুলের সেরাই আখ্যা দিলেন অল রেডদের জার্মান কোচ।

নিজ মাঠে কুরতিস জোন্সের গোলে জয় পায় ক্লপের শিষ্যরা। এ জয়ে ডি গ্রুপের শ্রেষ্ঠত্বও অর্জন করে ফেলেছে লিভারপুল। তবে খেলাটা ব্যতিক্রম হয়েছে অন্য কারণে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর থেকেই মাঠে দর্শকদের মাঠে আসা নিষিদ্ধ। সে কারণেই ঘরের মাঠে খেলাটাও কঠিন হয়ে পড়েছে দলের জন্যে।

ক্লপ ম্যাচশেষে বললেন, ‘সত্যি বলতে, যখন থেকে লিভারপুলে এসেছি আমি, তার পর থেকে চ্যাম্পিয়ন্স লিগে এটাই আমাদের সবচেয়ে বড় জয় বলে মনে হচ্ছে। দর্শকেরা মাঠে আসতে পারছেন না, অথচ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো। এটা সবচেয়ে কঠিন, সবচেয়ে আলাদা।’

তিনি আরও যোগ করলেন, ‘এই অবস্থায় হাসির খুব বেশি উপায় ছিলো না আমাদের। কিছুটা গোলমেলে পরিস্থিতি ছিলো, তবে ছেলেরা নিজেদেরকে ছুঁড়ে দিয়েছে সেখানে। রব্বো (অ্যান্ডি রবার্টসন) গোড়ালিতে চোট নিয়েও খেলে গেছে, হেন্ডোর (জর্ডান হেন্ডারসন) পিঠে ব্যথা ছিলো। জিনি (জর্জিনিও ওয়াইনাল্ডাম) তাকে নিয়ে কিছু বলার নেই আমার। কুরতিস! কি খেলাটা খেললো, আমি সত্যিই গর্বিত!’

এনইউ