ছবি: সংগৃহীত

উইজডেন ক্রিকেট অ্যালমানাক সম্প্রতি প্রকাশ করেছে ‘টিনেজ রাইয়ট’ একাদশ। যাতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 

বিশের আগে অভিষিক্ত ও সফল ক্রিকেটারদের একটা তালিকা সম্প্রতি প্রকাশ করেছে উইজডেন। যেখানে জায়গা করে নিয়েছেন মুশফিক। সাবেক বাংলাদেশ অধিনায়কের সঙ্গে আছেন শচীন টেন্ডুলকার, ইমরান খানদের মতো মহারথিরাও। এ দলে আরও আছেন নিল হার্ভে, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম, প্যাট কামিন্সরাও। যদিও বর্তমানে খেলা চালিয়ে যাচ্ছেন এমন খেলোয়াড়দের মধ্যে কেবল মুশফিক আর কামিন্সই জায়গা পেয়েছেন এ দলে।

২০০৫ সালে ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে অভিষিক্ত হন ১৬ বছর বয়সী মুশফিক। সে টেস্টে বাংলাদেশ ইনিংস ও ২৬১ রানে হারলেও মুশফিক ছিলেন বেশ স্বচ্ছন্দ। ক্যারিয়ারের শুরুর দিকে কিছুটা সংগ্রাম করতে হলেও শেষ এক দশকে বাংলাদেশের অন্যতম ব্যাটিং ভরসা হয়ে উঠেছেন তিনি। তারই স্বীকৃতি হিসেবে এলো উইজডেন টিনেজ রাইয়ট একাদশের অন্তর্ভুক্তি।

এত বড় অর্জনের পর উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি মুশফিক। ফেসবুক পেজে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। এত এত কিংবদন্তিদের সঙ্গে একই দলে জায়গা করে নিতে পেরে দারুণ লাগছে। উইজডেন টিনেজ রাইয়ট টেস্ট দলে জায়গা করে নিতে পেরে আমি বেশ সম্মানিত বোধ করছি।’

প্রথম উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে দুটো টেস্ট দ্বিশতকের কীর্তি আছে তার। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট দ্বিশতকও ছুঁয়েছিলেন মুশফিকই। ২০১৫ বিশ্বকাপের পর থেকে যেন ক্রমেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। শেষ পাঁচ বছরে সর্বোচ্চ রান সংগ্রাহক তো বটেই, ইতিহাসেরই সবচেয়ে বেশি রান তার দখলে। 

এনইউ