ছবি: সংগৃহীত

নতুন বছরকে স্বাগত জানাতে সাকিব আল হাসান করেছিলেন অভিনব এক ফেসবুক পোস্ট। তারপর থেকেই জল্পনা-কল্পনার শুরু, আবারও নতুন অতিথি আসছে সাকিবের ঘরে? সেটা নিশ্চিত করে বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। পাল্লা দিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে!

শুক্রবার সকালে সাকিব তার স্ত্রী শিশিরের সঙ্গে একটি ছবি দিয়ে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান, যাতে বুঝা যাচ্ছিল আবারও নতুন অতিথি আসছে সাকিবের ঘরে। সেখানে সাকিব লিখেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযুক্তি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

এরপর থেকেই নানা আলোচনার শুরু, নতুন অতিথি কি আসছে সাকিব-শিশিরের ঘরে? সাকিব নিজেই পরে গণমাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করে জানান। তৃতীয় সন্তান আসছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইনশা আল্লাহ।’ এরপর দুষ্টুমির সুযোগটাও ছাড়লেন না সাকিব। বললেন, ‘রোনালদোর সঙ্গে কম্পিটিশনে নেমেছি!’

উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার তিন বছর পর ২০১৫ সালে প্রথম কন্যা আলাইনা আসে সাকিবের ঘর আলো করে। এরপর গেলো বছর করোনা মহামারীকালে দ্বিতীয় কন্যাসন্তান ইরাম হাসানের জন্মের সুসংবাদ লাভ করেন সাকিব। এর বছর না ঘুরতেই পৃথিবীর আলো দেখার অপেক্ষায় তার তৃতীয় সন্তান।

ব্যক্তিগত জীবনে লিওনেল মেসির পাঁড় ভক্ত সাকিব খুনসুটি করেই জানালেন, লড়াইটা এবার রোনালদোর সঙ্গে। পর্তুগীজ তারকা বর্তমানে চার সন্তানের জনক। 

নিষেধাজ্ঞা কাটিয়ে গেল মাসে সাকিব ক্রিকেটে ফেরেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে। এরপর ফাইনালের ঠিক আগেই জানতে পারেন শ্বশুরের অসুস্থতার খবর, ছুটে যান যুক্তরাষ্ট্রে। এরপর থেকে সাকিব আছেন মার্কিন মুল্লুকেই। 

তবে চলতি সপ্তাহেই তার ফেরার কথা আছে। উইন্ডিজ সিরিজকে সামনে রেখে দলের সঙ্গে অনুশীলনে নামবেন দেশে ফিরেই।

এনইউ