দেশিদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়মিত করতে চায় বিসিবি
ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি টুর্নামেন্ট বলতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিসিবি)। সেখানেও থাকে বিদেশিদের ছড়াছড়ি। কেবল দেশিদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলেও সেটা অনেকটা অনিয়মিত।
বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যেই কেবল দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ভবিষ্যতেওে এমন টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘(বঙ্গবন্ধু কাপে) যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ প্রতিটি ক্ষেত্রেই চ্যালেঞ্জ আছে। আমাদের অনেক জুনিয়র প্লেয়ার প্রথমবার টি-টোয়েন্টি খেলছে। বিশেষ করে আমাদের এইচপির অনেক ক্রিকেটার। সে হিসেবে তারা ভালোভাবে মানিয়ে নিয়েছে। আমাদের জন্য ভালো দিক এটা। এই ধরনের আরও কিছু টুর্নামেন্ট যদি প্রতি বছর করা যায় তাহলে আমাদের জন্য বাড়তি পাওয়া হবে। বিপিএল ও আমাদের টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ভালো কিছু খেলোয়াড় পাওয়া যাবে।’
করোনা পরিস্থিতির মধ্যেই প্রায় দুইটি টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। তবে এখনই সবকিছু শুরু করা কঠিন বলে মনে করেন মিনহাজুল আবেদীন নান্নু। নিজেদের জৈব সুরক্ষা বলয় নিয়েও খুশি সাবেক এই ক্রিকেটার।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘এমন একটা পরিস্থিতি থেকে আমরা অভ্যস্ত হয়েছি ক্রিকেটে। এখনই সবকিছু শুরু করা কঠিন হবে। কারণ এই মহামারীর সময়ে অনেক কিছু মেনে চলতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে এবং সুরক্ষা বলয়ে রেখে ক্রিকেট খেলতে হচ্ছে। তিনটা দল নিয়ে ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিলাম, এরপর এটা (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ) চলছে। তারপর একটা গ্যাপ আছে এই সময়টায় দীর্ঘ পরিসর ক্রিকেট হবে। সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল এই সময়ে টুর্নামেন্ট আয়োজন করা। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা ভালো করেছি। এটা ভালোভাবে শেষ করতে পারলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবো।’