'সীমিত' দর্শকের অনুমতি, থাকছে পুরস্কারও
ছবি: বাফুফে
ফেডারেশন কাপ ফুটবলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার থাকছে। প্রায় ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে কত শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন সেটি অবশ্য এখনো নির্ধারণ করেনি দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। বাফুফে সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদি বলেন,‘ আমরা কিছু দিন আগে কাতারে খেলে এসেছি। সেখানেও হাজার দু’য়েক দর্শক ছিল। ইংলিশ প্রিমিয়ার লীগেও দর্শক যাচ্ছে মাঠে। আমাদের ফেডারেশন কাপেও দর্শক থাকবে। ’ দর্শকদের স্টেডিয়ামের গেটে প্রবেশের সময় তাপমাত্রা পরীক্ষা করা হবে।
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দর্শক খরা থাকলেও সাম্প্রতিক সময়ে বসুন্ধরা কিংস,সাইফ স্পোর্টিং, আরামবাগের ম্যাচগুলোতে উল্লেখ সংখ্যক দর্শক উপস্থিতি দেখা যায়। এই প্রসঙ্গে লীগ কমিটির চেয়ারম্যানের বক্তব্য,‘ স্টেডিয়ামে কয়েক ফিট দূরত্ব বসলে আশা করি সবাই ভালোভাবেই ম্যাচ উপভোগ করতে পারবে। ’
বিজ্ঞাপন
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন ) দর্শকদের জন্য পুরস্কারের ঘোষণাও দিলেন,‘ কঠিন পরিস্থিতির মধ্যেও অনেক ফুটবলপ্রেমী মাঠে আসবেন। তাদের জন্য আমরা লটারীর ব্যবস্থা রেখেছি। টিকিটের বিপরীতে কুপন উঠা বিজয়ী দর্শক পুরস্কার পাবেন। প্রতি ম্যাচের দিনই আমরা এই ব্যবস্থা রাখব। ’ দর্শকদের মতো প্রতি ম্যাচেই পুরস্কার থাকছে ফুটবলারদের জন্য। ম্যান অব দ্য ম্যাচ ছাড়াও ম্যান অব দ্য টুর্নামেন্ট, সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলরক্ষকের জন্যও থাকছে পুরস্কার।
এজেড/এনইউ
বিজ্ঞাপন