শান্তর অশান্ত ব্যাটে বঙ্গবন্ধু কাপের প্রথম সেঞ্চুরি
ছবি: বিসিবি
ব্যাট হাতে রীতিমতো টর্নেডো বইয়ে দিলেন তিনি। চার-ছক্কার বৃষ্টি! বোলারদের নাজেহাল করে নাজমুল হোসেন শান্ত একের পর এক বল উড়ালেন সীমানার বাইরে। তার পথ ধরেই পেয়ে গেলেন সেঞ্চুরি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম সেঞ্চুরি উপহার দিলেন শান্ত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে যোগ্যতার পরিধিটা দেখিয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক পা রাখলেন ৩ অঙ্কের ম্যাজিকাল ফিগারে।
বিজ্ঞাপন
মঙ্গলবার চার-ছক্কার ঝড়ে অশান্ত হয়ে উঠেন শান্ত। এই বাঁহাতি ওপেনার ৫২ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন। যদিও একটুর জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়তে পারলেন না। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে তামিম সেঞ্চুরি করেন মাত্র ৫০ বলে।
নাজমুল শান্ত সেঞ্চুরি করলেন ৫২ বলে। যা কিনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম শতরান।
বিজ্ঞাপন
প্রতিপক্ষের পেসার তাসকিন আহমেদের বল লং অফ দিয়ে সীমানায় পাঠিয়ে ৯৬ থেকে ১০২ রানে পা রাখেন শান্ত। সেঞ্চুরিতে পৌঁছতে শান্ত হাঁকান ১০ ছক্কা। সব মিলিয়ে ৫৫ বলে ১০৯ রান করে ফেরেন তিনি। ইনিংসে ছিল ১১ ছক্কা আর ৪টি বাউন্ডিারি!
এটি/এনইউ