ছবি: সংগৃহীত

সাবেক আর্জেন্টিনা কোচ আলেহান্দ্রো সাবেয়া আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলবিসেলেস্তেদের শেষবারের মতো বিশ্বকাপ ফাইনালে নিয়ে যাওয়া এই কোচ।

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঠিক পরদিনই অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে হৃদযন্ত্রের চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরুতে প্রতিক্রিয়াটা ভালো হলেও ইনফেকশনের কারণে পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থহেকে দুই সপ্তাহ বুয়েনোস এইরেসের বেলগ্রানোতে একটি ক্লিনিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

মঙ্গলবার সাবেয়ার শ্বাসতন্ত্রে সমস্যা দেখা দিলে পরিস্থিতির আরও অবনতি হয়। স্থানীয় সময় দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও তাদের সভাপতি ক্লদিও তাপিয়া শোক প্রকাশ করেছেন। সাবেক এই কোচের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থাও করেছে এএফএ। আগামীকাল বৃহস্পতিবার এজিজিয়া কাম্পুসে তার আত্মীয় ও তার কাছের ক্রীড়াব্যক্তিত্বরা তাকে শেষ বারের মতো শ্রদ্ধাঞ্জলি জানাতে পারবেন বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল।

২০১১ কোপা আমেরিকার পর দলের দায়িত্ব নিয়েছিলেন সাবেক এন্তুদিয়েন্তেস কোচ সাবেয়া। এরপর থেকে তার অধীনে ৪০ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, ২৫ জয়ের পিঠে হেরেছে মোটে পাঁচ ম্যাচে। 

তবে সবচেয়ে বড় যে কাজটা করেছিলেন তা হচ্ছে আর্জেন্টিনাকে ২৪ বছর পর বিশ্বকাপ ফাইনালে নিয়ে যাওয়া। ব্রাজিলের মাটিতে বিশ্বকাপটির গ্রুপপর্বের তিন ম্যাচেই জয় নিয়ে নক আউটে যায় আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডকে যোগ করা অতিরিক্ত সময়ে হারায় দলটি, শেষ আটে বেলজিয়ামের বিপক্ষেও এক গোলের জয় পায় আলবিসেলেস্তেরা। এরপর সেমিফাইনালে নেদারল্যান্ডসকে বিদায় করা আর্জেন্টিনা ফাইনালে গিয়ে আর পেরে ওঠেনি। মারিও গোয়েটজার ১১৪ মিনিটের গোলে আর্জেন্টিনাকে কাঁদিয়ে সেবার শিরোপা ওঠে জার্মানির হাতে। তবে তাতে অবশ্য সাবেয়ার কৃতিত্ব ম্লান হয় না মোটেও।

তার মৃত্যুতে ব্যথিত তার প্রিয় শিষ্য লিওনেল মেসিও। মৃত্যুর খবর যখন পেয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাস ম্যাচটা তখনো শুরুই হয়নি। ম্যাচের পর ইন্সটাগ্র্যাম আর ফেসবুকে তার সঙ্গে এক ছবি দিয়ে শ্রদ্ধা প্রকাশ করেছেন মেসি। লিখেছেন, ‘আপনার সঙ্গে এতোকিছু ভাগ করতে পেরে আমি আনন্দিত। আপনি খুবই ভালো মানুষ ছিলেন। দারুণ কোচও, যিনি আমাকে অনেক কিছুর শিক্ষা দিয়েছেন। বিশ্বকাপ বাছাই, আর বিশ্বকাপে আপনার সঙ্গে বেশ কিছু আনন্দের স্মৃতি আছে আমার। আপনার পরিবার ও বন্ধুদের প্রতি রইলো আমার সমবেদনা।’

এনইউ