ফেডারেশন কাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী ও উত্তর বারিধারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার বিকেল চারটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
 
কাগজে-কলমে ও ঐতিহ্যে ঢাকা আবাহনী উত্তর বারিধারার চেয়ে অনেক এগিয়ে। তবে গত মৌসুমে ঢাকা আবাহনী এই কোয়ার্টার থেকেই রহমতগঞ্জের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। তাই এবার আবাহনীর পর্তুগীজ কোচ ম্যারিও ল্যামোস বেশ সতর্ক।

তিনি বলেন,‘বারিধারাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। নক আউট পর্বে অনেক কিছুই হতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি ও মনোযোগ নিয়েই খেলব।’ 

ফেডারেশন কাপের প্রথম দুই কোয়ার্টার ফাইনাল অতিরিক্ত সময়ে গড়িয়েছে। আবাহনী কোচের মনোযোগ আছে সেদিকেও,‘আমার ফুটবলারদের ১২০ মিনিট লড়ার জন্যই তৈরি করেছি। তবে আমি আশাবাদী ৯০ মিনিটের মধ্যেই ফল পাব।’ 

ঢাকা আবাহনী এই ম্যাচে ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্টোকে পাচ্ছে। ফলে আবাহনীর শক্তিমত্তা বাড়ছে আরো বেশি। 

উত্তর বারিধারার কোচ শেখ জাহিদুর রহমান মিলনের কন্ঠ একটু মৃদুই, ‘ঢাকা আবাহনী আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব; ফলাফল যাদের ভাগ্যে থাকে। আমাদের শক্তির জায়গা বিদেশি ফুটবলার। তারা বিশেষ পারফরম্যান্স করলে ভিন্ন কিছুও হতে পারে।’
 
উত্তর বারিধারা ছিল বি গ্রুপে। এই গ্রুপে চার দল থাকায় তিনটি ম্যাচ খেলেছে বারিধারা। আবাহনী খেলেছে দুই ম্যাচ। বারিধারা এক ম্যাচ বেশি খেলায় একটু ইতিবাচক মানছেন আবাহনীর পর্তুগীজ কোচ।

তিনি বলেন, ‘আমাদের অনুশীলন অনেক দিনের হলেও তারা টুর্নামেন্টে এক ম্যাচ বেশি খেলেছে। যেটা তাদের প্রস্তুতিতে অনেকটা এগিয়ে রাখবে।’

রোববার বিকালে ফেডারেশন কাপের তৃতীয় কোয়ার্টারে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম দুই কোয়ার্টার থেকে সেমি-ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব। 

এজেড/এমএইচ