‘প্রত্যাবর্তনটা সহজ হবে না’
ফেরার অপেক্ষায় সাকিব আল হাসান/ ছবি: সংগৃহীত
অপেক্ষার পালা শেষ হচ্ছে সাকিবের। আসছে ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে নামছেন মাঠে, নিষেধাজ্ঞা শেষের পর যা হবে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এ নিয়ে বাড়তি চাপ নেই বটে, তবে প্রত্যাবর্তনটা যে কঠিনই হবে তা আগ থেকেই আঁচ করতে পারছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফেরার কথা ছিল সাকিবের। তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নানা জটিলতায় শেষমেশ আর সে সিরিজটি হয়নি। তাই তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষাটা বাড়ে আরও মাস তিনেকের জন্যে।
বিজ্ঞাপন
আসছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে যখন ফিরবেন তখন পরিস্থিতিটা ভিন্ন থাকবে বলে মনে করছেন সাকিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘এই প্রত্যাবর্তনটা ভিন্ন। শ্রীলঙ্কা যেতে পারিনি, যা হতাশার৷ ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ আসার জন্য।’
আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় যখন ফিরবেন তখন কি কিছুটা চাপও ভর করবে তার উপর? সাকিব অন্তত তা মনে করছেন না। তবে ব্যাপারটা যে কঠিন হবে তা নিয়ে কোনো প্রকারের সন্দেহ নেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের। সাকিবের কথা, ‘আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরছি ভেবে ভালো লাগছে৷ কোন চাপ নেই। তবে সহজ হবে না আমার জন্য৷ চেষ্টা করবো আগের জায়গায় ফেরার।’
বিজ্ঞাপন
করোনা জটিলতার কারণে উইন্ডিজ আসছে নিয়মিত একাদশের একটা বড় অংশকে দেশে রেখে। মূল দলের বিপক্ষেও বাংলাদেশ এখন প্রবল প্রতিপক্ষ। সেখানে দ্বিতীয় সারির দলের বিপক্ষে ‘ভালো’ করার মানদণ্ডটা যে হয়ে দাঁড়াবে সিরিজ জয়, তা বলাই বাহুল্য। রোববার সাকিব জানালেন, ভালো করতে না পারলে ব্যাপারটা হবে হতাশাজনক। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি আমরা ভালো না করি তা হতাশার হবে।’
এনইউ/এটি