আজহারের ‘প্রায় সেঞ্চুরির’ পর ফের জেমিসনের পাঁচ
উইকেটের উল্লাসে কাইল জেমিসন/ ছবি: সংগৃহীত
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ২৯৭ (আজহার ৯৩, রিজওয়ান ৬১; জেমিসন ৫-৬৯)
পাকিস্তানের ইনিংসের শুরুটা আভাস দিচ্ছিল আগের টেস্টের পুনরাবৃত্তির। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজহার আলির দারুণ এক ইনিংসে সেটা এড়িয়েছে সফরকারীরা। তবে কাইল জেমিসনের পাঁচ উইকেটে বড় সংগ্রহের আশা অল্পেতেই শেষ হয়েছে পাকিস্তানের। প্রথম দিনের শেষে ২৯৭ রানেই অলআউট হয়েছে দলটি।
বিজ্ঞাপন
পুরো সিরিজ জুড়েই পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধুঁকেছে কিউই বোলিং আক্রমণের সামনে। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও ব্যত্যয় ঘটেনি এতে। টিম সাউদির বলে এলবিডব্লিউ হয়ে ওপেনার শান মাসুদ ফেরেন ইনিংসের তৃতীয় ওভারেই। এরপরই উইকেটে আসেন আজহার আলি।
শুরুর ধাক্কাটা আজহার সামলান আবিদ আলির সঙ্গে ৬২ রানের জুটিতে। জেমিসন পাকিস্তান ইনিংসে আঘাত হানেন তারপরই। কিউই পেসারের অফ স্ট্যাম্পের অনেক বাইরের ফুলার লেন্থের বল তাড়া করতে গিয়ে তৃতীয় স্লিপে উইকেট বিলিয়ে আসেন আবিদ আলি। নিজের পরের দুই ওভারেও দুবার আঘাত করেছেন তিনি। ১ ও ২ রানে হারিস সোহেইল ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলমকে ফেরান জেমিসন।
বিজ্ঞাপন
আজহার বীরত্বের শুরু সেখানেই। অন্যরা যেখানে জেমিসনকে উইকেট বিলিয়েছেন খুব সহজে, স্ট্যাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে, যেখানে আজহার ছিলেন বেশ রয়েসয়ে। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তার করা ৮৮ রানের জুটি পাকিস্তানকে স্বপ্ন দেখাচ্ছিল বড় সংগ্রহের। তবে জেমিসনের আরও এক ছোবলে সে স্বপ্ন ভাঙে সফরকারীদের। অর্ধশতক ছোঁয়ার কিছু পরেই রিজওয়ান (৬১) ফেরেন সাজঘরে।
সঙ্গীর চলে যাওয়ার পড় অনেকটা একাই লড়েছেন আজহার। তুলে নিয়েছেন অর্ধশতক, যতক্ষণ ক্রিজে ছিলেন মনে হচ্ছিলো ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরিটাও বুঝি পেয়ে যাবেন! কিন্তু তার ইনিংসটা শেষ হয় সেঞ্চুরির আগে। ব্যক্তিগত ৯৩ আর দলীয় ২২৭ রানে আজহার ফেরার পর পাকিস্তান আরও কিছু দূর এগিয়েছে তরুণ জাফার গোহার ও ফাহিম আশরাফের কল্যাণে। অর্ধশতক ছুঁতে পারেননি অবশ্য কেউই। পাকিস্তানের ইনিংসও যে কারণে শেষ হয়েছে তিনশ থেকে তিন রান দূরে থাকতে।
পাঁচ উইকেট গেছে জেমিসনের দখলে, এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও একই কীর্তি গড়ে দেখিয়েছিলেন কিউই এই পেসার। দুটো করে উইকেট শিকার করে তরুণ পেসারকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
এনইউ/এটি