‘অফসাইড তবে রেফারির ভুল ছিল’
মারিও ল্যামোস/ফাইল ছবি
বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ফুটবল ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ওয়ালটন ফেডারেশন কাপের সেমিফাইনালে অতিরিক্ত সময়ে ঢাকা আবাহনীর গোল বাতিল করে দেয় সহকারি রেফারি। এতে আবাহনী ফুটবলাররা ক্ষুব্ধ হয়। ওই গোল বাতিলের কারণেই ফাইনালে ওঠা হয়নি আকাশী নীল শিবিরদের।
সেদিন সেমিফাইনালে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেননি আবাহনীর পর্তুগীজ কোচ ম্যারিও ল্যামোস। লিগের প্রথম ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে যখন আসলেন তখন ফেডারেশন কাপের ইস্যু আসল প্রথমেই। আবাহনী কোচের মন্তব্য,‘ অবশ্যই সেটি অফসাইড ছিল। রেফারি অফসাইডের জন্য পতাকা তুলেননি। বসুন্ধরার গোলরক্ষক এগিয়ে এসেছিল জীবন বল দখলের জন্য পা উঠিয়েছিল। রেফারি ফাউল দিয়েছে। এটি ফিফটি-ফিফটি ফাউল হয় না। সেখানেই আমাদের প্রতিবাদ ছিল। ’
বিজ্ঞাপন
লিগে প্রথম ম্যাচে দুর্বল পুলিশের বিরুদ্ধে গোল পেতে ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ঢাকা আবাহনীর। এত অপেক্ষার পরেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে জেতায় খুশি ল্যামোস,‘ আমার দলে ইনজুরি, করোনা পজিটিভ ছিল। এমন অবস্থা রুবেল মাত্র নেগেটিভ হয়েছে । অনুশীলন ছাড়াই তাকে ম্যাচ খেলাতে হয়েছে। ’
পুলিশের কোচ শ্রীলংকান পাকির আলী দীর্ঘদিন আবাহনীতে খেলেছেন। আবাহনীর ঘরের ছেলে হিসেবে বাংলাদেশে ছিলেন দীর্ঘদিন। প্রিয় ক্লাব আবাহনীর বিরুদ্ধে ডাগ আউটে দাড়িয়ে এক গোলে হারার বিশ্লেষণটা বাংলা ভাষাতেই করলেন এভাবে,‘ আমরা ভালোই খেলেছি। আবাহনীর সাথে একটি পয়েন্ট পেলে খুব ভালো হতো। আমার ফুটবল ক্যারিয়ারে আবাহনীর অবদান অনেক। তবে সেটা আর বলে আর লাভ নেই। এখন আমি অন্য দলের কোচ সেটাই পরিচয়। ’
আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় দিন। তৃতীয় দিনে দিনের একমাত্র ম্যাচে শেখ রাসেল মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স থাকায় ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত আটটায়।
বিজ্ঞাপন
ব্রাদার্স দলবদলে কাগজ দেরিতে জমা দিয়েছিল। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ব্রাদার্সের ঐতিহ্য ও করোনা পরিস্থিতি বিবেচনা করে ব্রাদার্সকে লিগে খেলার অনুমতি দেয়ার পাশাপাশি ফিফাকে জানিয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ব্রাদার্স ইস্যুতে বলেন,‘ ফিফাকে আমরা জানিয়ে রেখেছি। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ও নির্বাহী কমিটি ব্রাদার্সকে লিগে খেলার অনুমতি দিয়েছে। ব্রাদার্সের খেলতে আর বাধা নেই। ’
এজেড/এনইউ