ছবি: বিসিবি

করোনার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ হয়নি বাংলাদেশে। সারাবছর ব্যস্ত থাকা মিরপুরের হোম অব ক্রিকেট ছিল অনেকটাই নিষ্প্রাণ। ধীরে ধীরে আবার প্রাণ ফিরতে শুরু করেছে শের-ই-বাংলায়। প্রায় তিনশো দিন পর কোনো আন্তর্জাতিক দলের পা পড়েছে মিরপুরে। বাংলাদেশে এসে তিন দিন হোটেল বন্দি কোয়ারেন্টিনের পর বৃহস্পতিবার অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে উইন্ডিজ।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সাথে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে উইন্ডিজ। গত ১০ জানুয়ারি ঢাকায় এসেছে তারা। এরপর দুইটি কোভিড টেস্টে নেগেটিভ আসায় ৩ দিন পর বৃহস্পতিবার অনুশীলনে নামে সফরকারীরা। শুরুতে ১৪ জানুয়ারি অনুশীলনে নামার শঙ্কা থাকলেও সেই শঙ্কা উড়িয়ে সকাল ১০টায় অনুশীলন শুরু করে সফরকারী ক্যারিবীয় দল।

এদিন সকাল ১০টায় টেস্ট দলের অনুশীলন শুরু হয়। মিরপুরের অ্যাকাডেমি মাঠে প্রবেশ করে একটি টিম মিটিং সারে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। এরপর অনুশীলন শুরুর আগে প্রায় মিনিট দুয়েক ‘প্রার্থনা’ করে তারা। সে সময় স্কোয়াডের প্রতিটি সদস্য মাথায় টুপি খুলে চুপচাপ নীরবতা পালন করেন। খালি চোখে শুরুতে মনে হয় শোক পালনের দৃশ্য। তবে পরে জানা যায়, প্রার্থনা দিয়ে অনুশীলন শুরু করে তারা।

এরপর প্রায় ঘণ্টা খানেক ধরে গা গরম করে উইন্ডিজ দল। শুরুতে রানিংয়ের পর ফুটবল অনুশীলন করে তারা। বেলা গড়িয়ে যখন ১১টা, তখন ব্যাট-বল হাতে তোলেন খেলোয়াড়রা। তবে উইন্ডিজ টেস্ট দলের মূল আকর্ষণ হয়ে দাঁড়ায় দলটির দীর্ঘদেহী অলরাউন্ডার রাকহিম কার্নওয়েল। মিরপুরের উপস্থিত ফটোসাংবাদিকদের ক্যামেরার লেন্স সবসময় অনুসরণ করে কর্নওয়ালকে।

১৪০ কেজির ওজনের এই ক্রিকেটার শুরুতে বোলিং অনুশীলন করেন। তবে ৩ ওভারের মতো হাত ঘুরিয়ে বেশ হাঁপিয়ে ওঠেন তিনি। খানিক জিরিয়ে আবার ট্রাকে ফেরেন, তবে এবার নিজের স্পিন বোলিংটাকে ঝালিয়ে নিতে পারেন মোট ১ ওভার। একই উইকেটে স্পিন বোলিং অনুশীলন করেন ভিরাসামি পারমলসহ দলের আরো দুই স্পিনার।

পাশের নেটে নিজেদের ব্যাটিংটাকে ঝালিয়ে নেন ক্রেইগ ব্র্যাথওয়েট, জারমেইন ব্ল্যাকউড, জশুয়া ডি সিলভারা। সেখানে গতির ঝড় তুলতে দেখা যায় কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, আলজারি জোসেফদের। আরেক পাশে বিশাল জায়গা নিয়ে ফিল্ডিং আর ক্যাচিং অনুশীলন করেন টেস্ট দলের বাকি সদস্যরা। এই পর্ব চলে বেলা ১টা পর্যন্ত।

দুপুর ১টায় অনুশীলন শেষ হওয়া দল মাঠে থাকাকালীনই সফরকারীদের ওয়ানডে স্কোয়াড অ্যাকাডেমি মাঠে প্রবেশ করে। তারা অনুশীলন শুরু করে দুপুর দেড়টায়। একই প্রক্রিয়ায় নিজেদেরকে ঝালিয়ে নেয় তারাও।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:

জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কজর্ন অটলে, রভম্যান পাওয়েল, রায়মন রেইফার, হেইডেন ওয়ালশ ও কিওন হোর্ডিং।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল:

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়েন মসেলে, ভিরাসামি পারমল, কেমার রোচ, রায়মন রেইফার ও জোমেল ওয়ারিকান।

টিআইএস/এনইউ/এটি