বাহুবলে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন মোহাম্মদ আশরাফুল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে হবিগঞ্জের বাহুবলে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

মোহাম্মদ আশরাফুল বলেন, ভক্তদের আশা পূরণ না করে আমি ক্রিকেট খেলা ছাড়ব না। ভক্তরা চায় আমাকে আবার জাতীয় দলে ক্রিকেট খেলতে, আমি চেষ্টা করে যাচ্ছি আবারও জাতীয় দলে খেলতে।

তিনি বলেন, এক সময়ে সিলেটে বিভাগ থেকে প্রচুর ক্রিকেটার জাতীয় দলে খেলতেন। এখনও টেস্ট দলের বোলারা সবাই সিলেটের। নিয়মিত টুর্নামেন্ট চালিয়ে যেতে হবে তাহলে খেলোয়াড় উঠে আসবে।
 
ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাহুবল শাখা আয়োজিত টুর্নামেন্টে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি মুদ্দত আলী, টুর্নামেন্টে আয়োজক কমিটির সভাপতি সুজন আহমেদ লিয়াকত, বাহুবল উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল গাফফার চৌধুরী মিলাদ, সমাজসেবক নিরঞ্জন সাহা নীরু প্রমুখ।
 
এদিকে প্রিয় খেলোয়াড় আশরাফুলকে কাছে পেয়ে ভক্তরা চারদিকে ঘিরে ধরেন। অনেকেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। স্থানীয় টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়।

নুর উদ্দিন/এমএসআর