ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনে আলো ছড়িয়েছে বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দল। করোনার কারণে দীর্ঘ প্রায় সাড়ে ১০ মাস পর খেলতে নেমে ঘরের মাঠে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। তাদের খেলা দেখে অনুপ্রাণিত হয়েছেন নারী দলের খেলোয়াড়রাও।

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের সবধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট। এরপর ধীরে ধীরে আবার শুরু হয়েছে ক্রিকেটীয় ব্যস্ততা। শুরুতে বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলতে নামেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। এরপর শুরু হয়েছে আন্তর্জাতিক মঞ্চের লড়াই।

তবে পুরুষ দল মাঠে ফিরলেও এখনো সে সুযোগ হয়নি নারীদের। যদিও এখনো ম্যাচের স্বাদ পাওয়া না হলেও দলীয় অনুশীলন শুরু করেছেন জাহানারা আলম, সালমা খাতুনরা। আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ রয়েছে তাদের। দীর্ঘদিন পর মাঠে ফিরে সাকিব-তামিমরা যেভাবে প্রত্যাবর্তন রাঙিয়েছেন, সেটি দেখে অনুপ্রাণিত হয়েছেন নারীরাও। আসন্ন সিরিজে নিজেরাও ভালো করতে বদ্ধপরিকর।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় জাহানারা বলেন, ‘খুবই আনন্দিত আর তা অনুপ্রাণিত করে। ভাইয়ারাও প্রায় ১০ মাস ১০ দিন পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সবাই খুব দারুণ পারফম্যান্সের মধ্যে আছে। এটা আসলে অনুপ্রাণিত করে আমাদেরকে। আমরা খুবই খুশি। আমদের বিশ্বাস, যখন আমরাও আন্তর্জাতিক ম্যাচ শুরু করবো, আমরাও দারুণ পারফর্ম করবো।’

একই সুরে কথা বললেন নারী দলের আরেক খেলোয়াড় সানজিদা আক্তার, ‘আসলে ভাইয়ারা যখনই ভালো করে, তখনই তো আমরা তাদের থেকে অনেক কিছু শিখি এবং আমরাও অনেক অনুপ্রাণিত হই যে আমরাও ভালোটা করব। বিশ্বাস আছে, ভাইয়ারা যেহেতু ভালো খেলতেছে, আমরাও আমাদের সেরাটা খেলবো।’

বিশ্বকাপ প্রস্তুতি পর্ব খেলার জন্য বর্তমানে নিজেদের প্রস্তুত করছেন জাহানারারা। বর্তমানে সিলেটে ক্যাম্প করছেন তারা। আগামী জুলাই মাসে শ্রীলঙ্কায় মাঠে গড়াতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নেওয়ার আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ রয়েছে নারী দলের। আপাতত সেদিকেই চোখ জাহানারাদের।

সেই ভিডিও বার্তায় জাহানারা বলেন, ‘অবশ্যই, মুখিয়ে আছি। কারণ, বেলা শেষে আন্তর্জাতিক ক্রিকেটটাই কিন্তু আমাদের কাছে আসল। আমরা দেশের প্রতিনিধিত্ব করি, দেশের জন্য খেলি। আমার বিশ্বাস এখান থেকে প্রস্তুতি নিয়ে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। সামনে যে টুর্নামেন্টগুলো আছে, সেগুলো খুবই জরুরি বাংলাদেশ নারী দলের জন্য। আমরা চেষ্টা করবো যে ওই টুর্নামেন্ট গুলোতে জয় আনার জন্য।’

টিআইএস/এমএইচ