ছবি : সংগৃহীত

সময় যত গড়াচ্ছে, ততই যেন ক্রিকেট সূচিতে প্রভাব বাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে এবার পিছিয়ে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতীয় গণমাধ্যমগুলো এমন দাবিই করছে। 

চলতি বছরের ১০ থেকে ১৪ জুন লর্ডসে এই ম্যাচ হওয়ার কথা ছিল। আট দিন পিছিয়ে ফাইনাল হবে ১৮ থেকে ২২ জুন। পরের দিন, অর্থাৎ ২৩ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ২০২১ সালের আইপিএল ফাইনালের সূচি যেন সাংঘর্ষিক না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে করোনা মহামারিতে খেলোয়াড়দের কোয়ারেন্টাইন বাধ্যবাধকতাকেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পেছানোর কারণ হিসেবে মনে করছেন অনেকে। যদিও আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেওয়া হয়নি। তবে ১০ জুন যে ফাইনাল হচ্ছে না, তা অনেকটাই স্পষ্ট। ফাইনালের অন্যতম দাবিদার দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ১০জুন এজবাস্টনে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট খেলবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন শীর্ষে রয়েছে ভারত। তাদের জয়ের শতকরা হার ৭১.৭। এরপর রয়েছে নিউজিল্যান্ড (৭০ শতাংশ), অস্ট্রেলিয়া (৬৯.২), ইংল্যান্ড (৬৮.৭ শতাংশ)। করোনার জন্য একাধিক সিরিজ বাতিল হওয়ায় আইসিসি জয়ের শতকরা হার ব্যবহার করে ফাইনালের দুই দল নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ভারত আর একটি সিরিজ খেলবে। অন্যদিকে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ফাইনালে উঠতে গেলে টিম পেনের দলকে ওই সিরিজে জিততেই হবে। 

এমএইচ