বিজয় দিবস ক্যারমে চ্যাম্পিয়ন রবিন- রানার্স আপ সালাউদ্দিন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট-২০২১’-এর পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ আলী রবিন ও প্রথমবারের ময় রানার আপ হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন কায়সার।
রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের কনফারেন্স রুমে পুরুষ এককের ফাইনালে মোহাম্মদ সালাহউদ্দিন কায়সারকে ২-১ এ হারিয়ে দীর্ঘদিন পর নতুন চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ আলী রবিন। নারী এককে মাকসুদাকে ২-১ এ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আফসানা নাসরিন।
বিজ্ঞাপন
পুরুষ এককে তৃতীয় হয়েছেন সাবেক চ্যাম্পিয়ন হেমায়েত মোল্লা। নারী এককে ফারহানা নাসরিন তৃতীয় হয়েছেন। বাংলাদেশ ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাবের সঞ্চালনায় সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আশরাফ আহমেদ লিয়ন বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উপলক্ষে এ টুর্নামেন্টে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে চারটি বিভাগ ও চৌদ্দটা জেলা থেকে খেলোয়াড়রা এসেছেন। আমাদের বেশকিছু অর্জন আছে তার মধ্যে ঠাকুরগাঁ থেকে একজন খেলোয়ার এসেছেন যিনি কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছেন।’
বিজ্ঞাপন
কুয়ালালামপুরে আগামী সেপ্টেম্বরে বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখানে আমরা আমাদের পূর্বের সাফল্যকে অতিক্রম করে গিয়ে আমাদের সভাপতির নেতৃত্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীকে একটা পদক উপহার দেয়ার প্রত্যাশা ব্যক্ত করছি।
জাতীয় দলের খেলোয়াড়সহ ৫০ জন (পুরুষ ও মহিলা) খেলোয়ড়ের অংশগ্রহণে চারদিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট শেষে মুক্তিযুদ্ধের শহীদদের ও ফেডারেশনের চীফ আম্পায়ার ফেরদৌসের ভাইয়ের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য জাফরুল ইসলাম বাবুল আম্পায়ার ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
এমএইচ