ছবি : ইএসপিএন

মাঠে গড়ানোর আগে বেশ কয়েকবার বদলেছে আসর শুরুর তারিখ। করোনার কারণে বেশ কয়েক দফা পিছিয়ে গত ২৬ নভেম্বর মাঠে গড়ায় লঙ্কান প্রিমিয়ার লিগ। বুধবার অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল। 

যেখানে পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের অলরাউন্ড নৈপুন্যে গল গ্লেডিয়েটরসকে ৫৩ রানে হারিয়ে এলপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে জাফনা স্ট্যালিয়ন্স। 

টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান তুলে জাফনা। ১৫ বলে ২৬ রান করেন জনাথান চার্লস আউট হন। আরেক ওপেনার আভিষ্কা ফার্নান্দো ২৩ বল থেকে করেন ২৭ রান। 

চার নম্বরে খেলতে নেমে ৩ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ৪৬ রান করেন শোয়েব মালিক। এরপর ধানাঞ্জায়া ডি সিলভা ২০ বলে ৩৩ ও অধিনায়ক থিসারা পেরেরার ১৪ বলে ৩৯ রানের ঝড় ইনিংসের কল্যাণে ১৮৮ রানের সংগ্রহ পায় জাফনা। 

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় গল। তাদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে ভানুকা রাজাপাকশের ব্যাট থেকে। ১৭ বল থেকে ৩ চার ও ৪  ছক্কায় এই রান করেন তিনি। 

এছাড়া ১৭ বলে ৩৬ রান আসে আজম খানের ব্যাট থেকে। গলের জয়ের জন্য সেটা যথেষ্ট হয়নি। নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে তারা। ৩ ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নেন শোয়েব। 

এমএইচ