ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম
বেক্সিমকো ঢাকার ব্যাটিংয়ের পরই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল গাজী গ্রুপ চট্টগ্রামের ফাইনাল খেলা। পুরো আসর জুড়ে দাপট দেখানো চট্টগ্রামের জন্য ১১৭ রানের মামুলি লক্ষ্য দিয়েছিল ঢাকা।
খুব সহজে না হলেও ৭ উইকেট হাতে রেখেই মুশফিকুর রহিমদের হারিয়েছে চট্টগ্রাম। পৌঁছে গেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ জেমকন খুলনা।
বিজ্ঞাপন
মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নেমে আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হন ঢাকার ওপেনাররা। দলীয় ১৯ রানের মাথায় ১১ বলে ১১ রানে সাজঘরে ফেরেন সাব্বির রহমান। হঠাৎ ব্যাটিং পজিশন উন্নতি হয়ে ওপেনিংয়ে নামা মুক্তার আলীও ব্যর্থ হন। ৭ বলে ৭ রান করে স্পিনার নাহিদুলের শিকার হন তিনি।
ওপেনারদের ব্যর্থতার পর ধীর গতিতে ইনিংস মেরামতের চেষ্টা চালান অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি তিনি। তার ৩১ বলে ২৫ রানের ইনিংস ঢাকার বড় সংগ্রহের পথে বাধা হয়।
বিজ্ঞাপন
তার বিদায়ের পর ভালো জুটি গড়ে উঠেছিল ইয়াসির আলি রাব্বি ও আল আমিনের মধ্যে। ১ চার ও ছক্কায় ২১ বলে ২৪ রান করে ইয়াসির ও ১ চার এবং ২ ছক্কায় ১৮ বলে ২৫ রান করে আল আমিন আউট হলে আর কেউই ঢাকার ইনিংস সেভাবে এগিয়ে নিতে পারেননি।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১১৬ রানে থামে ঢাকার ইনিংস। চট্টগ্রামের পক্ষে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ রান তুলে চট্টগ্রাম। ২৩ বলে ২৭ রান করে রান আউটে কাটা পড়েন সৌম্য সরকার। অন্যপ্রান্তে ধরে খেলতে থাকেন লিটন দাস ৪৯ বলে ৪০ রান করে আল আমিনের শিকার হন তিনি।
দলের পক্ষে বাকি কাজটা সারেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ৩৫ বলে ৩৪ রান করে তিনি আউট হয়ে গেলেও জয়ের পথে সেটা কোনো বাধা হয়নি। পাঁচ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।
এমএইচ