গত নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন চাকরি ছাড়ার পর সে চেয়ার এখনো খালি আছে। দীর্ঘদিন ধরেই পেস বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ব্যাট-বলে না মেলায় নতুন কাউকে আনতে পারছে না। আলোচনায় ছিল বেশ কয়েকটি নাম। তবে এখনো কাউকে চূড়ান্ত করতে পারেনি বিসিবি।

সোমবার চট্টগ্রামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পেস বোলিং কোচ নিয়ে এখন পর্যন্ত আমাদের কারও সঙ্গে চূড়ান্ত কিছু হয়নি। কথা বার্তা চলছে, দেখছি।’

ওটিসের শূন্যস্থান পূরণে বিসিবি সংক্ষিপ্ত তালিকায় ছিল অনেকের নাম। যার মধ্যে সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট আর  শ্রীলঙ্কার চামিন্দা ভাসই এগিয়ে ছিলেন। পরে পাকিস্তানের আব্দুল রাজ্জাক, ভারতের ভেঙ্কটেশ প্রসাদের সঙ্গে অস্ট্রেলিয়ান ড্যামিয়েন রাইটের নামও শোনা যায়। তবে এখনো কাউকেই চূড়ান্ত করেনি বিসিবি।

ওটিস চাকরি ছাড়ার পর পাকিস্তান সিরিজ আর চলমান আফগানিস্তান সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন খালেদ মাহমুদ সুজন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে এই দায়িত্ব পাচ্ছেন বিসিবির হাই পারফরম্যান্স কোচ চম্পকা রামানায়েকে। বর্তমানে বাংলাদেশ টাইগার্সের কোচিং স্টাফের সঙ্গে কাজ করছেন এই শ্রীলঙ্কান। পাপন বলেন, ‘চম্পাকা যাবে দক্ষিণ আফ্রিকায়। সেটা তো আছেই আমাদের।’

টিআইএস/এনইউ