কতটা উন্নতি করেছি, বিশ্বকে দেখানোর এটাই সুযোগ
কয়েকদিন বাদেই আনুষ্ঠানিকভাবে হবে স্বপ্নপূরণ। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই তাদের মধ্যে। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে ভালো খেলে আসা বাংলাদেশের জন্য এটা বড় মঞ্চ।
যদিও দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ১০১ রানের বড় হারের পরও বিশ্বকাপে বিশ্বকে নিজেদের উন্নতি দেখানোর প্রত্যয় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে। আইসিসির ফেসবুক পেজে ভিডিও বার্তায় বাংলাদেশের বিশ্বকাপ মিশন নিয়ে কথা বলেছেন তিনি।
বিজ্ঞাপন
জ্যোতি বলেছেন, ‘আমার মনে হয় এটা বড় পদক্ষেপ। আমরা ম্যাচ বাই ম্যাচ, স্টেপ বাই স্টেপ খেলতে চাই। প্রতিটা দলের ক্ষেত্রে আলাদা পরিকল্পনা করবো, আমাদের নিজের শক্তির জায়গা অনুযায়ী খেলবো। আমি জানি না ফলটা কী হবে, কিন্তু আমরা নিজেদের সেরাটা দিতে চাই।’
‘আমার মনে হয় এটা বড় সুযোগ বিশ্বকে দেখানোর, আমরা কতটা উন্নতি করেছি। অনেক বছর ধরে একসঙ্গে খেলছি আমরা। এটা আমাদের ব্ড় সুযোগ বিশ্বকে দেখানোর প্রতিদ্বন্দ্বিতা করতে পারি ও জিততে পারি।’
বিজ্ঞাপন
বিশ্বকাপের কোনো ম্যাচ জেতা নতুন ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে কি না এমন প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘অবশ্যই। আমরা এখানে নিজেদের সেরাটা দিতে চাই। নতুন মেয়েদের অনুপ্রেরণা ও উৎসাহী করতে চাই, যারা আমাদের এখানে ভালো করার অপেক্ষায় আছে।’
দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছেন। তাদের নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘তারা আমার কাজটা সহজ করে দেয়। তারা জানে তাদের কাজটা কী, ম্যাচে কী করতে হবে, দলে তাদের ভূমিকাও। আমার মনে হয় এটা ম্যাচে, মাঠে ও মাঠের বাইরে আমাদের সাহায্য করবে।’
এমএইচ/এটি