দুই বছর পর জেগে উঠল মিরপুরের গ্যালারি
দেখতে দেখতে কেটে গেছে দুই বছর। করোনাভাইরাস মহামারির ভয়াল রূপ পাশ কাটিয়ে আবার কানায় কানায় পূর্ণ হয়েছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। শুধু মিরপুরই বা কেন, ২০২০ সালের মার্চের পর দেশের ক্রিকেট গ্যালারি আবার পূর্ণ শতভাগ দর্শক দিয়ে।
দর্শককের গলা ভাঙা উল্লাসে মেতে ওঠা গ্যালারি বহুদিন ধরে দেখা মিলেনি মিরপুরে। অবশেষে আফগানিস্তান সিরিজ দিয়ে সেই চেনা দৃশ্যর পুনরাবৃত্তি। দুই বছর পর মাঠ ভর্তি দর্শক নিয়ে আয়োজিত হচ্ছে সিরিজ। আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
বিজ্ঞাপন
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি উপলক্ষে মাঠে খেলা দেখার সুযোগ পেয়েছেন ২০ হাজারের বেশি দর্শক। টিকিট বিক্রির প্রথম দিন থেকে দ্বিতীয়দিন পর্যন্ত দর্শকদের উপচে পড়া ভিড় ছিল ইনডোর স্টেডিয়ামে। এতো দর্শক ফিরলেও অনেকেই আবার খালি হাতেই ধরতে হয়ে বাড়ির পথ। টিকিটের চাহিদা যে আকাশচুম্বী।
করোনাভাইরাআ মহামারি শুরুর পর প্রথমবার দর্শক ফেরার দিনে মাঠের পাশে বসে কাজ করার সুযোগ পেয়েছেন ফটো সাংবাদিকরাও। যা এর আগে জিম্বাবুয়ে সিরিজেই দেখা গিয়েছিল ২০২০ সালের মার্চে। তারপর করোনার প্রকোপ আসায় দর্শক শূন্য গ্যালারি ও কঠোর জৈব সুরক্ষা বলয়ে আয়োজিত হতো ম্যাচ।
বিজ্ঞাপন
দর্শক ফেরায় মাঠের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগের চেয়ে বেশিসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। স্টেডিয়ামের ভেতর থেকে শুরু করে চারপাশে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
টিআইএস/এটি