ছক্কা মেরেই ফিরলেন মাহমুদউল্লাহ
ম্যাচের আগে কথা দিয়ে রেখেছিলেন, প্রথম বল থেকেই ছয় চার মারার চেষ্টা থাকবে তার। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ তার কথা রেখেছেন আজ। সফলতা পেয়েছেন নিজের খেলা পঞ্চম বলে এসে। তবে তারপর খুব বেশি দূর এগোতে পারেননি তিনি। আজমাতউল্লাহর বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফিরেছেন তিনি।
৪৭ রানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা চাপে ছিল। তবে দলকে চাপটা টের পেতে দিচ্ছিলেন না লিটন দাস। সপাটে ব্যাট চালিয়ে তুলছিলেন দ্রুত রান। ৩৩ রানের জুটিতে ১২ বলে ২৩ রান জানাচ্ছে, জুটিতে মাহমুদউল্লাহর ভূমিকাটা ছিল লিটনকে সঙ্গ দেওয়ার। তবে সে ভূমিকাটাও ঠিকঠাক পালন করতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
ছয় মারার প্রতিশ্রুতিটা পঞ্চম বলে এসে পূরণ করেন তিনি। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। দিনের তৃতীয় ব্যাটার হিসেবে এলবিডব্লিউর শিকার বনেন তিনি। আজমাত উল্লাহ পান প্রথম উইকেটের দেখা।
এনইউ/এটি
বিজ্ঞাপন