সবকিছু ঠিকঠাক থাকলে আজকের টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের জার্সি গায়ে চড়িয়ে মাঠে নামার কথা ছিল মুশফিকুর রহিমের। তবে শেষ মুহূর্তে অনুশীলনে আঙুলের চোট সে পথ আগলে দাঁড়িয়েছে তার। তিনি মাঠে নেই বটে, তবে তা তার বাবা-মাকে গ্যালারিতে আসা থেকে রুখতে পারেনি। বাবা মাহবুব হামিদ ও মা রহিমা খাতুন ঠিকই চলে এসেছেন শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে।

গতকাল বুধবার সকালে বাংলাদেশ দলের অনুশীলনের সময় নেটে ব্যাট করতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান মুশফিক। ডান হাতে বুড়ো আঙুলে পাওয়া চোটের পাওয়া জায়গায় স্ক্যান করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তখন বলা হচ্ছিল রিপোর্টে চিন্তিত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। তবে অপেক্ষা করতে হচ্ছিল মুশফিকের খেলা বা না খেলা নিয়ে।

তার আঙুলের চোটের কারণে সতর্কতার জন্য দলে টানা হয় সোহানকেও। ঢাকা পোস্টকে বিষয়টি বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মুশফিক হাতে ব্যথা পেয়েছে। ২৪ ঘণ্টা না গেলে তো বলা যাচ্ছে না কী হয়। বাড়তি সতর্কতার জন্য সোহানকে দলে নেওয়া হয়েছে। আর আমাদের অতিরিক্ত উইকেটকিপারও তো একজন দরকার।’ আজ সকালে জানা যায়, মুশফিক খেলতে পারবেন না আজকের ম্যাচে।

তবে আজকের এই ম্যাচের মাহাত্ম্য একটু বেশি। কারণ দুই বছর পর ভরা গ্যালারিতে খেলা দেখতে এসেছেন দর্শকরা। করোনার কারণে এতদিন মাঠে পূর্ণ ধারণক্ষমতায় দর্শক ঢুকতে দিতে পারেনি বিসিবি। 

এমন উপলক্ষে ক্রীড়াপ্রেমি মাহবুব হামিদ না এসে পারেন কী করে? তিনি তা করেনওনি, গ্যালারিতে এসেছেন দলকে সমর্থন দিতে। এতে তার ছেলে মুশফিকের না খেলাও বাধা দিতে পারেনি। তবে মুশফিক থাকলে যে তার বাবা মায়ের গ্যালারিতে ফেরাটা আরও রঙীন হতো, তা বলাই বাহুল্য।

এনইউ/এটি