পাওয়ারপ্লেতে মুনিম আর লিটনকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে এরপর নাঈম শেখ আর সাকিব আল হাসান ধীরে ধীরে পথ দেখাচ্ছিলেন দলকে। তবে এক ওভারের ব্যবধানে দুজনকেই হারিয়ে বড় বিপদেই পড়ে গেছে বাংলাদেশ।

দুজনই উইকেটটা বিলিয়ে এসেছেন। তবে সেটা হয়েছে দ্রুত রান তোলার তাড়া থেকে। হবেই না কেন, পাঁচ ওভার ধরে রান আটকে ছিল ত্রিশের ঘরে। নবম ওভারে সাকিব বলটা ঠেলে দিয়েছিলেন স্কয়ার লেগে। সেখানে করিম জানাতের হাতে বলটা গিয়েছিল, তবু নন স্ট্রাইক থেকে নাইম দৌড় দিয়েছিলেন এক রানের জন্য। ফিরেও গেলেন বুঝতে পেরে, ততক্ষণে দেরি হয়ে গেছে। করিমের সরাসরি থ্রো এসে ভাঙে স্টাম্প, নাঈম তখনও ক্রিজ থেকে অনেক দূরে।

পরের ওভারে এলো সাকিবের পালা। আজমাতউল্লাহর বল সীমানাছাড়া করতে চেয়েছিলেন, ব্যাটে বলে হয়নি। বল গিয়ে পড়েছে সোজা ফিল্ডারের হাতে। তাতেই বাংলাদেশ হারিয়ে বসে চার উইকেট। দশ ওভার শেষে বাংলাদেশের রান ৪৭।

এনইউ/এটি