ম্যাচ হেরে ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুললেন মাহমুদউল্লাহ
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬১ রানে জিতে আজ (শনিবার) শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। আফগানিস্তানকে এ ম্যাচ হারাতে পারলেই ওয়ানডের সঙ্গে ছোট সংস্করণের সিরিজও নিজেদের করে নিতো টাইগাররা। সেটি হয়নি। আগে ব্যাট করে ১১৫ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যাচ হারে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।
এ ম্যাচ হারের জন্য ব্যাটসম্যানদের দুষছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে বলছিলেন, ‘হতাশাজনক। প্রথমত উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। আমরা প্রয়োজন অনুযায়ী জুটি গড়তে পারিনি, যথেষ্ট রান তুলতে পারিনি। ম্যাচটা যেভাবে শেষ হলো তা অত্যন্ত হতাশাজনক।’
বিজ্ঞাপন
সঙ্গে যোগ করেন মাহমুদউল্লাহ, ‘১৫০-১৬০ রানের মতো উইকেট না হলেও এখানে ১৩০-১৪০ রান করাই যায়। আমি ও মুশফিক একটি ভালো জুটি গড়ার চেষ্টা করছিলাম। তাদের মূল বোলাররা তখন বোলিং করছিল। আমরা আরো কিছু রান করতে পারলে ভিন্ন চিত্র হতো হয়ত। যেটা বললাম- আমাদের ভালো জুটি হয়নি এটাই ব্যাটিং ব্যর্থতার কারণ। এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে।’
ব্যাটিং ব্যর্থতার সঙ্গে সমান ভাবে সমালোচিত ফিল্ডাররা। নাসুম, আফিফ, নাঈমরা সহজ ক্যাচ হাত ফসকেছেন। সে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ বের করে নেন হযরতউল্লাহ জাজাই আর উসমান ঘানি।
বিজ্ঞাপন
ক্যাচ মিসের প্রসঙ্গে টেনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের এটার সমাধান বের করতে হবে। কয়েক ম্যাচ ধরে এমন হচ্ছে। পুরো দল হিসেবেই ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।’
টিআইএস/এনইউ