আট মিনিটের ঝড়ে হারল মোহামেডান
বসুন্ধরা কিংস গত লিগে মোহামেডানের বিপক্ষে পয়েন্ট খুইয়েছিল। নতুন মৌসুমের লিগে মোহামেডানের বিপক্ষে পয়েন্ট হারায়নি বসুন্ধরা। নিজেদের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় ২-০ গোলে বসুন্ধরা কিংস সাদাকালোদের হারিয়েছে। প্রথমার্ধে আট মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে বসুন্ধরা।
সাত ম্যাচে টানা ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্কার ব্রুজনের দল। এক ম্যাচ কম খেলা আবাহনী লিমিটেড ১৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এই রাউন্ডে আবাহনী জিতলেও দুই পয়েন্টের লিড থাকবে বসুন্ধরার। অন্য দিকে টানা তিন ম্যাচ জয়হীন থাকা শন লেনের দল ৯ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
বিজ্ঞাপন
সুমন রেজার গোলটি এলো দারুণ দলীয় প্রচেষ্টায়। চেনা ম্যাজিকে মুগ্ধতা ছড়ালেন রবসন দি সিলভা রবিনিয়ো। মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল বসুন্ধরা কিংস।
১১ মিনিটে গোছালো আক্রমণে লিড নেয় কিংস। আক্রমণের শুরু গোলরক্ষক আনিসুর রহমান জিকোর পাস থেকে। তারিক কাজী থেকে, বিপলু আহমেদ এরপর মোহাম্মদ ইব্রাহিমের কাট ব্যাকে বক্সের ভেতর থেকে মাহাদি ইউসুফের ব্যাক হিলে বল যায় সুমন রেজা পায়ে। তিনি দুর্দান্ত প্লেসিং শটে গোল করেন।
বিজ্ঞাপন
আট মিনিট পর ব্রাজিলিয়ান রবসনের ম্যাজিক। বিপলুর পাস ধরে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে বক্সে ঢুকে পড়েন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর আরও দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে কোনাকুনি শটে দ্বিগুণ করেন ব্যবধান। এটি রবসনর ষষ্ঠ গোল। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার উপরে আছেন কেবল চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কগড (৭টি)।
২-০ গোলের লিড নিয়ে কিংস বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। দ্বিতীয়ার্ধে দশ জনের দলে পরিণত হওয়ায় আর ম্যাচে ফেরা হয়নি মোহামেডানের। বলের নিয়ন্ত্রণের লড়াইয়ে রাজীবের ট্যাকলে পড়ে যান রবসন। মাঠে পড়ে থাকা এই কিংস ফরোয়ার্ডের গায়ে অকারণেই জোরে বল মেরে বসেন অনিক হোসেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান রবিনিয়ো। দুই পক্ষের মধ্যে ছড়ায় উত্তেজনা। রেফারি তিন হলুদ কার্ড এবং অনিককে লালকার্ড দেখান। মাঠের মতো গ্যালারিতেও উত্তেজনা ছিল। বসুন্ধরা কিংসের কয়েকজন সমর্থক মোহামেডানের এক সমর্থকের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা গেছে।
৫৭ মিনিটে রবসনের শট গোল হয়নি। দশ মিনিট পর বক্সে মোহামেডানের ইয়াসমিন মোসিডোনিভিকির সঙ্গে বল দখলের লড়াইয়ে পড়ে যান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রেফারি সাইমুম হাসান শুরুতে পেনাল্টির বাঁশি বাজালেও পরে সহকারীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বদলান। পরের সময়ে কিংস আর ব্যবধান বাড়াতে পারেনি। ম্যাচের অন্তিম সময়ে ভালো একটি সুযোগ পেয়েছিল মোহামেডান। ওবি মোনেকের জোরালো শট কর্নারের বিনিময়ে ফেরান কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। পুরো ম্যাচে একবারই তাকে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছিল।
এজেড/এনইউ