ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না ইংল্যান্ডের ব্যাটিং। অ্যাশেজের পর যে পুনরুত্থানের আভাস পাওয়া যাচ্ছিল, তার দেখা মেলেনি প্রথম ইনিংসে। একমাত্র ব্যতিক্রম হয়ে থাকলেন জনি বেয়ারস্টো। তিনি করলেন সেঞ্চুরিও। তাতে মান বাঁচানোর মতো সংগ্রহ পেয়েছে ইংলিশরা।

নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছে জো রুটের দল। টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনারই ব্যর্থ হন। অ্যালেক্স লিস ৯ বল খেলে ৩ রান করে আউট হন ক্যামার রোচের বলে, ১১ বলে ৮ রান করা জ্যাক ক্রলিকে সাজঘরের পথ দেখান সিলস। 

এই দুই জনের বিদায়ের পর অধিনায়ক জো রুটও বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। ১৪ বলে ১৩ রান করে রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। ৪৮ রানে ৪ উইকেট হারানো ইংলিশদের কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন স্টোকস ও বেয়ারস্টো। 

কিন্তু দলীয় ১১৫ রানে আউট হয়ে যান স্টোকস। ৯৫ বলে ৩৬ রান করলে তাকে বোল্ড করেন সিলস। তবে সেঞ্চুরি তুলে নেন বেয়ারস্টো। ১৭ চারে ২১৬ বলে ১০৯ রান করে দিনশেষে অপরাজিত আছেন তিনি। দ্বিতীয় দিন ২৪ রানে অপরাজিত থাকা ওকসকে নিয়ে ব্যাট করতে নামবেন তিনি।

এমএইচ