রাশিয়া ও ইউক্রেনের বিদেশি খেলোয়াড়দের জন্য নিয়ম বদলে ফেলল ফিফা
ইউক্রেনের মাটিতে যুদ্ধ বাধিয়ে বসেছে রাশিয়া, তারও প্রায় সপ্তাহ দুয়েক হতো চললো। এমন অবস্থায় ইউক্রেনের জীবনযাত্রাই গেছে থমকে, ফুটবল তো রীতিমতো বিলাসিতা। লিগ স্থগিত হয়ে আছে, কবে ফিরবে মাঠে, তারও ঠিক-ঠিকানা নেই। ওদিকে রাশিয়াতে খেলা চলছে, তবে খেলোয়াড়রা আছেন উৎকণ্ঠায়। এমন অবস্থায় সে দেশের বিদেশি ফুটবলারদের জন্য নিয়ম বদলে ফেলল ফিফা। জানিয়ে দিয়েছে, তাদের বর্তমান চুক্তি স্থগিত হওয়ার ঘোষণা আসছে অচিরেই। ফলে তারা চাইলে এখন দলবদল মৌসুমের বাইরেও নতুন ক্লাবে পাড়ি জমাতে পারবেন।
ইউরোপে দলবদল মৌসুম শেষ হয়েছে গেল ৩১ জানুয়ারি রাতে। তবে রাশিয়া ও ইউক্রেনের বিদেশি খেলোয়াড়দের জন্য সে নিয়ম শিথিল হতে যাচ্ছে এখন।
বিজ্ঞাপন
ইউক্রেনের লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। কবে আবার ফুটবল ফিরবে সেটাও অনিশ্চিত। ওদিকে রাশিয়ায় তাদের ফুটবল লিগ শীতকালীন বিরতি শেষে ফিরেছে মাঠে। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা সে দেশের লিগের বিদেশি খেলোয়াড়দেরও চুক্তি স্থগিত করে অন্য লিগে পাড়ি জমানো সুযোগ দিচ্ছে।
সম্প্রতি ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে সেখানে মানবিক বিপর্যয় নেমে এসেছে। এর ফলে উয়েফা ও আরও অনেক অংশীদারদের সঙ্গে মিলে ফিফা সাময়িকভাবে নিয়ম পরিবর্তন করে খেলোয়াড়দের দলবদলের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেন অনেকগুলো বিষয়ে আইনি নিশ্চয়তা ও স্বচ্ছতা প্রদান করা যায়।’
সেখানে আরও যোগ করা হয়, ‘ইউক্রেনের পরিস্থিতির কথা বিবেচনা করে খেলোয়াড় ও কোচদের কাজ করে উপার্জনের সুযোগ দিতে ও ইউক্রেনের ক্লাবগুলোকে রক্ষা করতেম, যদি চুক্তি–সংশ্লিষ্ট কোনো পক্ষ যদি সুস্পষ্টভাবে বিরোধিতা না করে, তাহলে ইউক্রেনের ফুটবল অ্যাসোসিয়েশনের সব ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ সব বিদেশি খেলোয়াড় ও কোচদের চুক্তি চলতি মৌসুমের শেষ পর্যন্ত স্থগিত হয়ে যাবে।’
বিজ্ঞাপন
রাশিয়ায় অবস্থানরত বিদেশি খেলোয়াড়দের বিষয়ে সে বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি খেলোয়াড় ও কোচরা যেন তাড়াতাড়ি রাশিয়া ছেড়ে চলে যেতে পারেন সেজন্যে, তাদের সঙ্গে যদি রাশিয়ার ক্লাবগুলো ১০ মার্চের আগে পারস্পরিক সমঝোতায় না আসতে পারে, সেক্ষেত্রে নিঃসন্দেহে সেখানের বিদেশি খেলোয়াড় ও কোচেরা মৌসুমের শেষ পর্যন্ত নিজেদের চুক্তি স্থগিত করতে পারবেন।’
এনইউ