ক্যারিয়ারজুড়ে অনেক উত্থান ও পতন দেখেছেন শ্রীশান্থ। ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। মাঝে ম্যাচ ফিক্সিং করে লম্বা সময়ের জন্য হয়েছিলেন নিষিদ্ধও। এরপর আবারও ক্রিকেটে ফিরেছেন। তবে ক্যারিয়ারটা লম্বা হলো না। দ্রুতই ঘরোয়া ক্রিকেটকেও বিদায় বললেন এই পেসার।

এরপর তিনি দারুণ একজনের কাছে পেয়েছেন শুভেচ্ছা। প্রথম আইপিএলে হরভজন সিংয়ের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। হরভজন তাকে চড় মেরেছিলেন। অবসরের পর সেই হরভজনই শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

২০০৮ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে জিতে যায় পাঞ্জাব। তাদের দলের হয়ে খেলা শ্রীশান্থ ম্যাচের পর সমবেদনা জানাতে গিয়েছিলেন হরভজনকে। কিন্তু ক্ষিপ্ত হরভজ চড় মেরে বসেন শ্রীশান্থকে। এরপর কান্নাই করে দেন তিনি। পরে নিষিদ্ধ হওয়া হরভজন ক্ষমা চান।

বুধবার শ্রীশান্তর অবসর নেওয়ার টুইটের উত্তর দিতে গিয়ে হরভজন লেখেন, ‘ভালো থেকো শেন্টা।’ জবাবে শ্রীশান্থ লিখেছেন, ‘অনেক ধন্যবাদ ভাজ্জি পা। তোমার ও তোমার পরিবারের প্রতি অনেক ভালবাসা এবং শ্রদ্ধা। খুব শীঘ্রই দেখা হচ্ছে।’

এর আগে নিজের অবসরের কথা জানিয়ে তিনি বলেন, ‘অনেক দুঃখ তবে কোনো আফসোস ছাড়া, আমি হৃদয়ের গভীর থেকে বলছি : ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য...প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় শ্রীসন্থের। দেশের হয়ে এই ফরম্যাটে ৫৩ ম্যাচে ৭৫টি উইকেট নিয়েছেন। ২৭ টেস্টে তার ৮৭টি উইকেট রয়েছে। খেলেছেন ১০টি টি-টোয়েন্টি ম্যাচও।

এমএইচ/এটি