নানা কাণ্ডে আলোচিত সাকিব আল হাসান বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সোয়া ৯টায় দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। তবে এদিন বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি বাংলাদেশ দলের এই অলরাউন্ডার। সেখানে উপস্থিত সংবাদকর্মীদের এড়িয়ে যান তিনি।

দুবাই যাওয়ার আগে বিশ্রামের কথা জানিয়েছিলেন সাকিব। নানা নাটকীয়তার পর সেটি মেনে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় দুই মাস আপাতত সাকিব বিশ্রামে থাকবেন সব ধরনের ক্রিকেট থেকে। 

মূলত আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না সাকিব। এজন্য বোর্ডের কাছে নিজের প্রস্তাব জানিয়ে বলেন, আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে চান। সাকিবের সে প্রস্তাব আমলে নিয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে ‘ছুটি’ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে দেশে ফিরে বিশ্রাম পাওয়ার বিষয়ে এখনো মুখ খোলেননি সাকিব।

টিআইএস/এনইউ