মাঠে গড়াচ্ছে স্বাধীনতা দিবস হ্যান্ডবল
ওয়ালটন স্বাধীনতা দিবস পুরুষ ও নারী হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হচ্ছে ১২ মার্চ। পুরুষ ও নারী দুই বিভাগে ছয়টি করে দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
নারী ও পুরুষ উভয় বিভাগে ছয়টি দল দু’টি গ্রুপে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপ সেমিফাইনালে খেলবে। ১৭ মার্চ দুই বিভাগেরই ফাইনাল হওয়ার কথা।
বিজ্ঞাপন
পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, টিএসটি লায়ন, পুলিশ, টিম হ্যান্ডবল ঢাকা ও পাইওনিয়ার চাঁপাইনবাবগঞ্জ এবং নারী বিভাগের দলগুলো হলো আনসার, টিএসটি লায়ন, নসরুল হামিদ স্পোর্টস একাডেমি, পুলিশ, হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ও বদলগাছী হ্যান্ডবল অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন সহ আরো অনেকে।
বিজ্ঞাপন
এজেড/এনইউ