দারুণ শুরুর পর চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারকে সঙ্গে নিয়ে দলের হয়ে লড়াই শুরু করেন এনক্রুমাহ বোনার। এবার তার ব্যাটে লিডও পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বোলারদের হতাশ করে তিনি তুলে নিয়েছেন সেঞ্চুরিও। 

স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ৪ উইকেট হারিয়ে ২০২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটে ৩৭৩ রান নিয়ে দিন শেষ করেছে তারা। ইংল্যান্ডের চেয়ে ক্যারিবীয়ানরা এগিয়ে আছে ৬২ রানে।

তৃতীয় দিনের শুরুতেই সাজঘরে ফেরত যান হোল্ডার। ১১৯ বলে ৪৫ রান করা এই ব্যাটসম্যানকে ফেরাতে উইকেটের পেছনে দারুণ এক ক্যাচ নেন ফোকস। এরপর কিছুক্ষণ জশুয়া ডি সিলভা সঙ্গী হন বোনারের। 

জ্যাক লিচের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে তিনি করেন ৮৮ বলে ৩২ রান। আলজেরি জোসেফ, কেমার রোচ, বীরসাম্মি পারমউলের আসা যাওয়ার ভেতরে সেঞ্চুরি করেন বোনার। ৩৫৫ বলে ১২৩ রান করে লরেন্সের বলে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। বীরসাম্মি পারমউল কাল দিন শুরু করবেন শেষ ব্যাটসম্যান সিলসকে নিয়ে।

এমএইচ