ভালো শুরুর পরও ১০০ রানের জুটি হলো না বাংলাদেশের
শুরুতে বাংলাদেশ খেলছিল বেশ দেখেশুনে। শুরুর ১০ ওভারে রান উঠেছিল মাত্র ৩৩। তবে পরের দশ ওভারে রানের গতি বাড়ছিল ক্রমেই। তাতে ১০০ রানের উদ্বোধনী জুটির আশাও দেখছিল বাংলাদেশ। তবে সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতেই ঘটল অ্যান্টি ক্লাইম্যাক্স। বিদায় নেন তামিম ইকবাল।
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে শুরু থেকে বেশ সতর্ক ছিল বাংলাদেশ। তামিম ইকবাল আর লিটন দাস, দুজনেই খোলসে ঢুকে ছিলেন বেশ। প্রথম দশ ওভারে ৩৩ রান আসে বাংলাদেশের স্কোরবোর্ডে।
বিজ্ঞাপন
এরপরের পাঁচ ওভারেও রান আসেনি তেমন। ১৬তম ওভার শেষে পানি পানের বিরতিতে যখন যাচ্ছে দুই দল, তখনো বাংলাদেশের রান ছিল মোটে ৫৪।
তবে এরপরই খানিকটা খোলস ছেড়ে বেরোনোর চেষ্টা করেন লিটন দাস আর তামিম। পরের চার ওভারে ৩৬ রান তুললে ২০ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৯০।
বিজ্ঞাপন
তখন বাংলাদেশকে উদ্বোধনী জুটির শতকও হাতছানি দিয়ে ডাকছিল। তবে ২২তম ওভারে সেই আশা শেষ হয় বাংলাদেশের। আন্দিলে ফেলুকওয়ায়োর নিচু বলে পুল করতে গিয়ে লাইন মিস করে বসেন তামিম। তাতেই বলটা সোজা গিয়ে আঘাত হানে তার প্যাডে। এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। ৯৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
এনইউ