রিকার্ভ ব্যক্তিগত ও দলগত ইভেন্টে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিলেন দেশ সেরা আরচ্যার রোমান সানা। আজ মিশ্র দলগত ইভেন্টে রোমান সানা-নাসরিন আক্তার জুটি ফাইনাল নিশ্চিত করেছেন। কোয়ার্টার ও সেমিফাইনালে ৬-০ সেটে বাংলাদেশ মিশ্র দল থাইল্যান্ড ও কাজাখস্তানকে হারিয়েছে। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ জুটি সেমিফাইনালে উঠতে পারেনি।

আগামীকাল টুর্নামেন্টের সকল পদক নিষ্পত্তির ম্যাচ। বাংলাদেশ তিনটিতে লড়বে স্বর্ণের জন্য, বাকি তিনটিতে ব্রোঞ্জের জন্য। স্বর্ণের লড়াইয়ে রিকার্ভ মহিলা এককে অল বাংলাদেশ ফাইনালে দিয়া ও নাসরিন, মহিলা রিকার্ভ দলগত ইভেন্টে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এবং মিশ্র রিকার্ভ দলগত বিভাগেও ভারতের মোকাবেলা করবে। 

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ ব্রোঞ্জের জন্য ইরানের বিপক্ষে ও রিকার্ভ পুরুষ দলগতেও ইরানের বিপক্ষে লড়বে। রিকার্ভ পুরুষ একক ইভেন্টে রুবেল কাজাখস্তানের আরচ্যারের মুখোমুখি হবেন। 

এজেড/এনইউ