বড় লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা মন্দ হয়নি। তবে এরপরই প্রোটিয়া শিবিরে আঘাত হানলেন শরিফুল ইসলাম। ফেরালেন ইয়ানেমান মালানকে। তাতে শুরুতেই প্রোটিয়াদের চাপে ফেলল বাংলাদেশ।

সাকিব আল হাসানের করা শুরুর ওভারে ছয় রান তোলে স্বাগতিকরা। দ্বিতীয় ওভারে শরিফুল দিলেন তিন রান। সাকিব ফিরে এসে দিলেন দুই। তাতে তিন ওভার শেষে ১১ তোলে দ. আফ্রিকা। এরপরই আঘাত শরিফুলের। 

চতুর্থ ওভার করতে এসে দ্বিতীয় বলে ছক্কা হজম করেছিলেন। তবে সামলে নিলেন দ্রুতই। পঞ্চম বলে মালানকে পাঠান সাজঘরে। তার অফ স্টাম্পে করা শর্ট অব লেন্থের বলটা ইয়ানেমানের ব্যাট ছুয়ে গিয়ে জমা পড়ে মুশফিকের হাতে। ১০ বলে চার রান করে ফেরেন মালান। ১৮ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে লিটন দাস, সাকিব আল হাসান ও ইয়াসির আলীর ফিফটিতে সাত উইকেট হারিয়ে ৩১৪ রান করে বাংলাদেশ। তাতে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৩১৫ রানের।

এনইউ