ক্রিকেটারদের সঙ্গে অনলাইন বৈঠকে পাপন
নাজমুল হাসান পাপন। ফাইল ছবি
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বেহাল দশা। চার দিনের দাপট খেই হারায় শেষদিনে, অবিশ্বাস্যভাবে ম্যাচ হারে টাইগাররা। দেশের ক্রিকেট নিয়ে এরপর থেকে নানা প্রশ্ন। ক্রিকেটারদের নিয়ে চারপাশে প্রশ্ন, সংশয় জাগছে সামর্থ্য নিয়েও।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মাঠে নামছে বাংলাদেশ। তার আগেই খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে থাকায় সরাসরি নয়, অনলাইনে হবে বৈঠক।
বিজ্ঞাপন
বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের উদ্বোধনে এসে পাপন বলেন, ‘আজকে সাড়ে ছয়টা পুরো টিমের সঙ্গে জুম মিটিং আছে। আমি তাদের সঙ্গে কথা বলব। সিনিয়র প্লেয়ারদের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে, নিয়মিতই হচ্ছে। এখন এখানে ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার নিয়ে বেশ সমালোচনা হচ্ছে চারদিকে। বাংলাদেশের ক্রিকেটারদের সুযোগ নষ্টের দায় দেখছেন পাপনও। তবে উইন্ডিজ ক্রিকেটাররাও দারুণ খেলেছে বলেই মনে করেন বিসিবি সভাপতি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলেছে। অস্বীকার করার উপায় নেই। পঞ্চম দিনে ডাবল সেঞ্চুরি করা অসম্ভব, এটা আমি মনে করি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশও কখনও করতে পারেনি। কিন্তু ওরা করেছে, কিন্তু এর সাথে এটাও সত্যি যে আমরা যে পরিমাণ সুযোগ নষ্ট করছি, সে পরিমাণ সুযোগ নষ্ট করা যায় না। নষ্ট করলে যে হাত ছাড়া হয়ে যায় ম্যাচ, এটা হলো সবচেয়ে বড় বিষয়।’
এমএইচ/এটি