খাজার সেঞ্চুরি না পাওয়ার দিনে লড়ছে পাকিস্তানও
নিজেকে যেন নতুন করে খুঁজে পেয়েছেন উসমান খাজা। রীতিমতো ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটাচ্ছেন তিনি। লাহোরেও রানের দেখা পেয়েছেন তিনি। যদিও মাঝে পুড়তে হয়েছে সেঞ্চুরি মিসের আফসোসে। দিনের শেষে পাকিস্তানও ফিরে এসেছে খেলায়।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দিনের শুরুতে ১৩ বলে ৭ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার ডেভিড ওয়ার্নার। শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।
বিজ্ঞাপন
তিন নম্বরে খেলতে নেমে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরত যান মার্নাস লাবুশেন। ২ বলে ০ রান করেন তিনি। এরপরই স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার দায়িত্ব নেন খাজা। দুজন মিলে গড়েন ১৩৮ রানের জুটি।
১৬৯ বলে ৫৯ রান করে নাসিম শাহের বলে তিনি আউট হলে এই জুটি ভেঙে যায়। এরপর খাজার সঙ্গী হন ট্রেভিস হেড। নাভার্স নাইন্টিজেই অবশ্য কাটা পড়েন খাজা। ৯ চার ও ১ ছক্কায় ২১৯ বলে ৯১ রান করে সাজিদ খানে বলে স্লিপে বাবর আজমের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
বিজ্ঞাপন
৫ উইকেটে ২৩২ রান নিয়ে দিনশেষ করে অস্ট্রেলিয়া। ৪৮ বলে ২০ রান নিয়ে ক্যামরুন গ্রিন ও ১৫ বলে ৮ রান নিয়ে অ্যালেক্স ক্যারি অজিদের পক্ষে দ্বিতীয় দিন শুরু করবেন।
এমএইচ